প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি কখনো দখলবাজির চিন্তা করে না, দখলবাজির রাজনীতি করে না এবং দখলবাজদের পৃষ্ঠপোষকতা দেয় না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সপু বলেন, বিএনপি সর্বদা জনগণের অধিকার ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। দখল বা সন্ত্রাসের মাধ্যমে আমরা কখনো জনগণকে দমন করি না, বরং সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করি।
তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন সকলে স্বাচ্ছন্দে, শান্তিপূর্ণভাবে এবং আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন- সে জন্য আমাদের নেতাকর্মীরা ভ্যানগার্ডের মতো সক্রিয় থেকে সার্বিক সহযোগিতা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আলী আজম জুয়েল, শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলভিনা রফিক, সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনুসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন