‘যারা বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তারা বোকার স্বর্গে বাস করে’
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, যারা বলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, তারা বোকার স্বর্গে বাস করছে। নির্বাচন ছাড়া দেশের কোনো গতি নেই।
শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছিতে লোহার পুল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সপু বলেন, যে সব সংস্কার করা হচ্ছে তা টেবিলে টেবিলে আর মুখে মুখেই হচ্ছে। এগুলো বাস্তবায়ন করতে হলে জাতীয় সংসদের মাধ্যমে করতে হবে। আর জাতীয় সংসদ গঠন করতে হলে নির্বাচন জরুরি। তাই নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।