কলেজছাত্র হত্যায় পিচ্চি আকাশসহ গ্রেপ্তার ২
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় ১২টি মামলার আসামি পিচ্চি আকাশ ও তার সহযোগী সৌরভকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন—সুনামগঞ্জের জয়পুর গ্রামের মজিবর রহমানের ছেলে আকাশ ওরফে পিচ্চি আকাশ (২৭) ও তার সহযোগী কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে সৌরভ(২১)।
পারভেজ রানা বলেন, গত ২১ ডিসেম্বর কালিয়াকৈর থানার উলুসরা এলাকায় আসামি পিচ্চি আকাশ ও তার সহযোগীরা ভিকটিম কলেজছাত্র আবুল কালাম আজাদকে ধারালো অস্ত্র, লোহার রড, লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে টাঙ্গাইলের কুমুদিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর রাতে র্যাবের যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে, মামলার এজাহারনামীয় আকাশ টাঙ্গাইলের বাসাইল থানাধীন করাতিপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখান অভিযান পরিচালনা করে আকাশ ও তার সহযোগী সৌরভকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি হত্যাসহ অন্যান্য মামলা রয়েছে।