প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫

মাদারীপুরের কালকিনি উপজেলার খাসের হাট এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীর কেটে মাটি উত্তোলনের অপরাধে এমভি বার্জ রেসার-২ এর চালক আলোচিত মাটি খেকো মো. মোতাহারকে আটক করা হয়েছে। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, মাটি খেকো মোতাহার সরকার রাজস্ব ফাঁকি দিয়ে বিশাল একটি জাহাজ নিয়ে গোপনে আড়িয়াল খাঁ নদীর তীরের মাটি দীর্ঘদিন উত্তোলন করে আসছিল।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় আড়িয়াল খাঁ নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীর তীরের মাটি উত্তোলনের অপরাধে মোতাহারকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে আড়িয়াল খাঁ নদী। এ নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু তুলে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল।
উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে এসব অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা নিলেও বন্ধ হচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটা। এবার বালু উত্তোলনের পাশাপাশি নদীর পাশের মাটি কেটে অবৈধভাবে বিক্রি করা শুরু করে মোতাহারের জাহাজটির মাধ্যমে।
এলাকাবাসী নদী রক্ষায় ও ভাঙন রোধে প্রশাসনের কাছে অবৈধ এ জাহাজটির বিষয়ে অভিযোগ জানালে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেন।