Advertisement

চরভদ্রাসন উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যুগান্তর

প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৫খ্রি. এর উদ্বোধনী খেলা গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় উপজেলার চারটি ইউনিয়ন থেকে মোট চারটি দল অংশ নেয়। প্রথম খেলায় উপজেলার গাজীরটেক ইউনিয়ন ফুটবল একাদশ চরঝাউকান্দা ইউনিয়ন একাদশকে ৩-০ গোলে হারিয়ে বিজয় ছিনিয়ে নেয়। দ্বিতীয় খেলায় চরহরিরামপুর ইউনিয়ন ফুটবল একাদশ চরভদ্রাসন ইউনিয়ন একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে জয়ী হয়েছে বলে জানা যায়।

উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সেলিম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, উপজেলা উন্নয়ন সহকারী মনজুর সামাদ, মৎস্য অফিসার নাঈম হাসান বিপ্লব, সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী ও বদরুজ্জামান মৃধা প্রমুখ।

জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) জাতীয় পতাকা উত্তোলন কারার পর ইউএনও শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে মাঠের মাঝ পয়েন্টে রঙিন বেলুন উড়িয়ে এবং ফুটবলে কিক দিয়ে টুর্নামন্টের সূচনা করেন ইউএনও। উদ্বোধনী খেলা দু’টির প্রধান রেফরির দায়িত্ব পালন করেন মো. সাইম হোসেন, সহকারী রেফরির দায়িত্ব পালন করেন মিনার বিশ্বাস ও কাজী কামরুল ইসলাম। খেলার ধারাভাষ্য বর্ণনা করেন সাজ্জাত হোসেন সাজু ও মোজাফ্ফর হোসেন জাফর।

আরও পড়ুন

Lading . . .