Advertisement

গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

কালবেলা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে হলুদিয়া গ্রামের আবুল উদ্দিনের বাড়িতে অটোরিকশা চুরির উদ্দেশ্যে প্রবেশ করে এক ব্যক্তি। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং ওই ব্যক্তিকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চুরি-চোরাচালান কাজে জড়িত ছিলেন। তবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি কেউ।

মধুপুর থানার ওসি এমরানুল কবীর কালবেলাকে বলেন, খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Lading . . .