Advertisement

বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

যুগান্তর

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-জামালপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানান জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মাহমুদুল হাসান।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় পৌঁছলে একটি কোচ লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেলপথে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধার কার্যক্রম দ্রুত সময়ের মধ্যেই শুরু হবে। লাইনচ্যুত কোচ উদ্ধার করা হলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে বলে তিনি জানান।

আরও পড়ুন

Lading . . .