Advertisement

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

কালবেলা

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

পুলিশের গাড়িতে হামলা চা‌লি‌য়ে আসামি ছিনিয়ে নেওয়ার সময় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশের গাড়িতে হামলা চা‌লি‌য়ে আসামি ছিনিয়ে নেওয়ার সময় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

গাজীপুরের শ্রীপুর পুলিশের গাড়িতে হামলা চা‌লি‌য়ে সুমন শেখ না‌মে এক সন্ত্রাসীকে ছি‌নি‌য়ে নিয়েছে তার সহ‌যোগীরা। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন অন্তত সাত পু‌লিশ সদস‌্য।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের টেংরা মোড়ে এ ঘটনা ঘটে। সুমন শেখ বরমী এলাকার মোস‌লেম উদ্দিন মাস্টারের ছেলে। তার বিরু‌দ্ধে বিভিন্ন অভিযোগে ১৫‌টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্প‌তিবার রাত ৮টার দি‌কে গাজীপুর জেলা ডি‌বি পু‌লি‌শের এক‌টি দল সন্ত্রাসী সুমন শেখকে শ্রীপুর উপ‌জেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুইন এলাকা থে‌কে গ্রেপ্তার ক‌রে। এ খবর সুমন শেখের সহ‌যোগীরা জানতে পেরে শ্রীপুর চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালি‌য়ে সুমনকে ছিনিয়ে নেয়। হামলায় অন্তত সাতজন পু‌লিশ সদস‌্য আহত হয়।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, সন্ত্রাসী সুমন শেখকে গ্রেপ্তারের পর নিয়ে আসার সময় তার সহযোগীরা হামলা করে ছিনিয়ে নেয়। হামলায় কয়েক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Lading . . .