Advertisement

সহকর্মীকে নিয়ে পরী মণির গুঞ্জন

কালবেলা

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

পরীমনি ও গোলাম হোসেন । ছবি : সংগৃহীত
পরীমনি ও গোলাম হোসেন । ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরী মণি। কখনো রহস্যময় স্ট্যাটাস, কখনো বা খোলামেলা মন্তব্য কিংবা ছবি পোস্ট করায় বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। এবারও ঠিক তেমনি এক চমক দিলেন পরী। সহকর্মী গোলাম হোসেনের সঙ্গে একটি ভিডিও শেয়ার করায় আবারও নতুন করে আলোচনার জন্ম দেন এই নায়িকা।

মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন পরী মণি। শেয়ারকৃত সেই ভিডিওতে দেখা যায়, ‘সহকর্মী ও কস্টিউম ডিজাইনার মো. গোলাম হোসেনের কাঁধে হাত রেখে হাসছেন ও পোজ দিচ্ছেন পরী। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সুরেলা সংগীত, আর ক্যাপশনে লিখেছেন, ‘ভাই’।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই পরীকে নিয়ে ট্রল করছেন নেটিজেনরা। অনেকে মন্তব্য করছেন, ‘ভাই ডাকার পরও এতটা ঘনিষ্ঠ পোজ কেন?’ কেউ কেউ আবার দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেছেন। যদিও এ বিষয়ে এখনো নীরবতা ভাঙেননি পরীমনি।

সহকর্মীর সঙ্গে পরীর এমন খুনসুটি নতুন কিছু নয়। এর আগেও গোলাম হোসেনের হাত আলিঙ্গনের ভঙ্গিতে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করেছিলেন এই নায়িকা এবং ক্যাপশনে লিখেছিলেন, হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি। সেই ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভক্তদের মধ্যে।

পরে এ প্রসঙ্গে পরী মণি বলেন, এটি শুধুই ভক্তদের চমক দেওয়ার জন্য করা একটি ‘প্র্যাংক’।

পরীমনির সহকর্মী এবং কস্টিউম ডিজাইনার হওয়ায় নায়িকা যেখানেই যান, সেখানেই উপস্থিত থাকেন গোলাম হোসেন। যার কারণে এমন ঘটনা বারবার আলোচনায় উঠে আসে সোশ্যাল মিডিয়ায়।

ছেলের জন্মদিনের জমকালো অনুষ্ঠানে সঙ্গী করে নাচ করা, সমুদ্রবিলাসে যাওয়া, এমনকি একসঙ্গে ছবি পোস্ট—সবখানেই নিয়মিত উপস্থিত থাকেন গোলাম হোসেন।

আর সে কারণেই হয়তো মুহূর্তেই আলোচনায় উঠে এসেছে এই ভিডিওটি।

Lading . . .