Advertisement
  • হোম
  • শিক্ষা
  • ‘ছাত্রদের পার্সেপশনের বাইরে রাজনীতি করবো না’

‘ছাত্রদের পার্সেপশনের বাইরে রাজনীতি করবো না’

আমার সংবাদ

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

‘ছাত্রদের পার্সেপশনের বাইরে রাজনীতি করবো না’
‘ছাত্রদের পার্সেপশনের বাইরে রাজনীতি করবো না’

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “৫ আগস্টের পর ছাত্র সংগঠনগুলো নতুন ধারায় ফিরে আসার চেষ্টা করছে। আমরা সেই ধারাকে অব্যাহত রেখে কল্যাণমুখী কাজ করে যাচ্ছি। ছাত্রদের পার্সেপশনের বাইরে আমরা রাজনীতি করবো না। ছাত্ররা যা চাই, ইসলামী ছাত্রশিবির সেটিই বাস্তবায়ন করবে।”

বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘হাফেজে কুরআন সংবর্ধনা’ অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে হত্যাকাণ্ডের শিকার সাজিদ আবদুল্লাহসহ ৩২৭ জন হাফেজকে সংবর্ধনা ও কোরআন শরীফ উপহার দেওয়া হয়।

সাদ্দাম বলেন, ৫ আগস্টের পর সাময়িকভাবে ছাত্র রাজনীতি বন্ধ রাখা হয়েছে। “এটি আবাসিক এলাকায় কোনও রাজনীতি বা হল কমিটি চলবে না—এ বিষয়ে শিক্ষার্থীরা একমত। পূর্বে হলরুম কালচার এবং গেস্টরুমের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে। এমনকি আবরার ফাহাদকেও হত্যা করা হয়েছে। তাই ছাত্ররা আগের পরিস্থিতি ফিরে চাইছে না।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলমান রাজনীতি, ছাত্রলীগের কিছু কার্যকলাপ এবং বিভিন্ন ক্যাম্পাসে ঘটে যাওয়া অরাজকতা ছাত্রদের আশংকা বাড়িয়েছে। ছাত্রশিবির চায় না, ছাত্ররা কমিটিকে নিয়ে বিভ্রান্ত হোক বা পুনরায় মব সৃষ্টি হোক। আমরা চাই শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি আস্থা রাখুক এবং শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী কাজ হোক।”

সাদ্দাম আশা প্রকাশ করেন, নতুন ধারার রাজনীতি শিক্ষার্থীদের কল্যাণমুখী হবে এবং মৌলিক ও সাংবিধানিক অধিকার রক্ষা করা হবে।

ইএইচ

Lading . . .