
৩০ বছর পর ধর্মেন্দ্রের প্রথম বাড়িতে ঈশা দিওলের প্রবেশ: সৎমা প্রকাশ কৌরের পা ছুঁয়ে প্রণাম
ভারতীয় চলচ্চিত্রের সর্বাধিক জনপ্রিয় ও ভালোবাসার নায়কদের একজন ধর্মেন্দ্র প্রয়াত হওয়ার চার দিন পেরিয়েছে। দেশজুড়ে তাঁর জন্য শ্রদ্ধার বন্যা বইছে—সহকর্মীরা স্মরণ করছেন তাঁর সহজ-সরল আচরণ, উদার মানসিকতা ও অসাধারণ সহানুভূতি; আর ভক্তরা স্মরণ করছেন পর্দায় তাঁর ছ’দশকের অনবদ্য উপস্থিতি, আকর্ষণ ও অভিনয়শৈলী।৯ ডিসেম্বর, ২০২৫




