ডাকসু নির্বাচনে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত পঞ্চগড়ের জুলহাস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে হাজী মুহম্মদ মুহসীন হল সংসদ থেকে বিশাল ভোটের ব্যবধানে সংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শিক্ষার্থী মো. জুলহাস ইসলাম।
প্রতিদ্বন্দ্বি ৪ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্বোচ্চ ৫০৮ ভোট পেয়ে জুলহাস সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হন।
তার নিকটতম রাকিবুল ইসলাম ২৫৪, শাহজালাল বারী ২০৮, এবং বাহাউদ্দিন রিদয় ৮২ ভোট পেয়েছেন।
এদিকে ডাকসু নির্বাচনে জয়লাভ করায় জুলহাসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার পিতা-মাতা, শিক্ষক ও সহপাঠীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, জুলহাস ইসলাম পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের সফিকুল ইসলামের ছেলে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২০২১ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ইএইচ