Advertisement
  • হোম
  • শিক্ষা
  • আবারও সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা

আবারও সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা

আমার সংবাদ

প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫

আবারও সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা
আবারও সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবার নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার দুপুর ১২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন লন্ডনি বিল্ডিং এলাকায় উত্তেজনা শুরু হয়।

সংঘর্ষে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা ব্যবহার করে হামলা চালায়, যার কারণে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে কয়েকজন শিক্ষার্থী স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা গেছে।

গণমাধ্যমকে জানান, দুপুর ১টার দিকে দুই পক্ষের উত্তেজনা অব্যাহত ছিল। একপক্ষ লাটিসোটা নিয়ে বাচার দোকান এলাকায় অবস্থান নিয়েছিল, অন্যপক্ষ লন্ডনি বিল্ডিংয়ে। ঘটনার সময় কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হন। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরিয়াল বডির দুই শিক্ষকও রয়েছেন।

এই পরিস্থিতি চবি ক্যাম্পাসে সন্ত্রাস ও অশান্তির ঢেউ তৈরি করেছে এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তৎপর রয়েছে।

জেএইচআর

Lading . . .