Advertisement
  • হোম
  • শিক্ষা
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘অর্থহীন’ নাটক মঞ্চস্থ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘অর্থহীন’ নাটক মঞ্চস্থ

আমার সংবাদ

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘অর্থহীন’ নাটক মঞ্চস্থ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘অর্থহীন’ নাটক মঞ্চস্থ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থিয়েটারের উদ্যোগে ‘অর্থহীন’ নামক নাটক মঞ্চস্থ হয়েছে।

বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে নাটকটি প্রদর্শিত হয়।

নাটকটি রচনা করেছেন থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকী, নির্দেশনা দিয়েছেন সাধারণ সম্পাদক নাইমুল ফারাবি। এতে অভিনয় করেছেন হাসিব, তানমিন, তমাল, শিমলা, আর্য, প্রণয়, আশিক, প্রমি, সোহরাব, মিথিলা সহ অন্যান্যরা।

নাটকের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে দেখানো হয়েছে, একটি গাভি মারা গেলে সমাজ প্রতিবাদে মুখর হয়, কিন্তু একজন মানুষ মারা গেলে সমাজের মানুষের বিবেক অচল থাকে। এছাড়া রাজনৈতিক দলের কিছু লোক মানুষদের পাশে আসে শুধুমাত্র তাদের রাজনৈতিক বা দলীয় স্বার্থ হাসিলের জন্য, মানবিক কারণে নয়।

থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকী বলেন, “আমরা বরাবর মঞ্চকে এমনভাবে ব্যবহার করতে চাই যে সমাজের নানা দিক দর্শকের সামনে উঠে আসে। নাটকটি মূলত সমাজের সংকট এবং অর্থকেন্দ্রিক জীবনধারার বিষয় তুলে ধরেছে। প্রতিটি সংলাপ এবং দৃশ্য দর্শককে প্রশ্ন করবে—আমরা কি জীবনের অর্থ খুঁজে পাচ্ছি, নাকি অর্থহীনতার পিছনে ছুটছি? আমাদের লক্ষ্য ছিল সমাজকে উপলব্ধি করানো এবং উপযুক্ত বিষয়ে গুরুত্ব দিতে উদ্বুদ্ধ করা।”

ইএইচ

Lading . . .