ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে জনবল নিয়োগ পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন থেকে প্রাপ্ত বিভিন্ন চিঠি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জটিলতার কারণে এ মুহূর্তে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে বিশ্ববিদ্যালয় যখন স্বাভাবিকভাবে নিয়োগ কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই প্রশাসনিক কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম ইতিমধ্যে ইউজিসির কাছে দ্রুত পরীক্ষা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছিলেন।
পরবর্তী সময়ে পরীক্ষা গ্রহণের তারিখ ও অন্যান্য সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় অনেক নিয়োগ প্রত্যাশী হতাশা প্রকাশ করেছেন। তারা দ্রুত কার্যক্রম পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন।
ইএইচ
আরও পড়ুন