ইবি ছাত্র শিবিরের আন্তঃহল বিতর্কে চ্যাম্পিয়ন খালেদা জিয়া হল
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

‘ইসলামি শিক্ষা দিবস’ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত তিনদিনব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে লালন শাহ হল ও খালেদা জিয়া হলের মধ্যে অনুষ্ঠিত চূড়ান্ত বিতর্কের মোশন ছিল— “আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয়ই টেকসই উন্নয়নের পথ”। সরকারি দল হিসেবে লালন শাহ হল এবং বিরোধী দল হিসেবে খালেদা জিয়া হল অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেন ও অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক জাতীয় টিভি বিতার্কিক ও ইবি ডিবেটিং সোসাইটির সাবেক কার্যনির্বাহী সদস্য খালিদ হাসান ও সাইফুর রহমান। স্পিকার ও সময় নিয়ন্ত্রক হিসেবে যথাক্রমে দিদারুল ইসলাম রাসেল ও সাবরিনা খাতুন দায়িত্ব পালন করেন।
চূড়ান্ত পর্বের ফলাফলে বিরোধী দল চ্যাম্পিয়ন এবং সরকারি দল রানার্স আপ হয়। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৪ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ট্রফি ও ৩ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা হিসেবে সেরা বিতার্কিক নির্বাচিত হন।
প্রধান অতিথি নূরুল ইসলাম সাদ্দাম বক্তব্যে বলেন, “জাতিকে উন্নত করতে হলে লজিক ও যুক্তি থাকা প্রয়োজন। ডিবেটের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সমস্যা বিশ্লেষণ করতে সক্ষম হবে এবং নিজেদের নলেজ ও যোগ্যতা বৃদ্ধি করতে পারবে। শিক্ষায় ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয় থাকা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য কেবল জ্ঞান অর্জন নয়, বরং আদর্শ ও নৈতিকতা সমন্বিত মানুষ গঠন। আধুনিক প্রযুক্তি ও নৈতিকতা সমন্বিত শিক্ষাই সমাজ ও দেশের উন্নয়নের পথ সুগম করে।”
ইএইচ