Advertisement
  • হোম
  • শিক্ষা
  • জানুয়ারির প্রথমেই বই পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

জানুয়ারির প্রথমেই বই পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

আমার সংবাদ

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

জানুয়ারির প্রথমেই বই পাবে প্রাথমিক শিক্ষার্থীরা
জানুয়ারির প্রথমেই বই পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

জানুয়ারির শুরুতেই প্রাথমিকের শিক্ষার্থীরা হাতে হাতে বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেছেন, ‘প্রাথমিকের বইয়ের টেন্ডার চলছে। আগামী জানুয়ারির প্রথমেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়া সম্ভব হবে।’

সোমবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার বায়রাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রাথমিকে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বিধান রঞ্জন বলেন, শিক্ষকদের পারফরমেন্স খুব ভালো না হলেও মোটামুটি ভালো।

বর্ষা মৌসুমে হাওরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি বাড়াতে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিভাবকদের নিয়ে স্থানীয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার কথা বলেছেন গণশিক্ষা উপদেষ্টা।

জেএইচআর

Lading . . .