Advertisement
  • হোম
  • শিক্ষা
  • জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সহকারী অধ্যাপকে...

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সহকারী অধ্যাপকের মৃত্যু

আমার সংবাদ

প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সহকারী অধ্যাপকের মৃত্যু
জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সহকারী অধ্যাপকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মারা গেছেন।

শুক্রবার সকালে সিনেটে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে দায়িত্ব পালনের জন্য জান্নাতুল ফেরদৌস সিনেটে উপস্থিত হন। কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

ইএইচ

Lading . . .