টেইলর সুইফটের বাগদানের খবরে ঝড় উঠলো অন্তর্জালে!
প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন পপ সুপারস্টার টেইলর সুইফট ও কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে! ইনস্টাগ্রামে দু’জন একসঙ্গে কিছু ছবি পোস্ট করে ভক্তদের এ সুখবর দেন।
ছবিগুলোর ক্যাপশনে লেখা ছিল,“তোমাদের ইংরেজি শিক্ষিকা আর জিম শিক্ষকের বিয়ে হতে যাচ্ছে।”
ছবিতে দেখা যায় তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলসে টেইলর সুইফটকে প্রস্তাব দিচ্ছেন! পোস্টটি প্রকাশের পরপরই ইন্টারনেটে রীতিমত ঝড় ওঠে। মাত্র ৫ ঘণ্টার মধ্যে পোস্টটি ১ কোটি ৮০ লাখেরও বেশি লাইক পায়! উচ্ছ্বসিত ভক্তরা দাবি করতে থাকেন যে এটি ইনস্টাগ্রামের রেকর্ড ভেঙে দিয়েছে!
যদিও বাস্তবে তা এখনও হয়নি। বর্তমানে ইনস্টাগ্রামে রেকর্ডধারী আছেন লিওনেল মেসি। যিনি ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর তার পোস্টটিতে ৭ কোটি ৪৫ লাখেরও বেশি লাইক রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ২০১৯ সালের সেই ভাইরাল ডিমের ছবি (৬ কোটি লাইক)।
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানেও মেসির পোস্ট, যার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে লুই ভুইতোঁ-র বিজ্ঞাপনটিও রয়েছে। তবে টেইলর সুইফটের পোস্টটি যে আরো ভক্ত অনুরাগীদের ভালোবাসা পাবে, সেটা অনুমেয় ই!
এই জুটির গল্প শুরু হয় ২০২৩ সালে। তাও এক অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে। কেলসের “নিউ হাইটস” পডকাস্টে টেইলরের নাম উল্লেখের পর বিষয়টি আলোচনায় আসে। ওই বছরের জুলাইয়ে টেইলরের ‘এরাস ট্যুর’ কনসার্টে যোগ দেন কেলসে। পরে জানান, তিনি চেষ্টা করেছিলেন ব্যাকস্টেজে টেইলরের সঙ্গে দেখা করতে, তবে সফল হননি।
কেলসে তখন বলেছিলেন, “টেইলর শো-এর আগে বা পরে কারও সঙ্গে দেখা করেন না, কারণ তাঁকে ৪৪টি গান গাওয়ার জন্য কণ্ঠ সুরক্ষিত রাখতে হয়। আমি একটু মন খারাপ করেছিলাম, কারণ তাঁর হাতে বানানো বন্ধুত্বের ব্রেসলেটটা দিতে পারিনি। আমি এমনকি একটা ব্রেসলেট বানিয়েছিলাম যেখানে আমার নাম্বার লেখা ছিল।”
সেই ব্যর্থতার কয়েক মাস পরেই পরিস্থিতি বদলে যায়। সেপ্টেম্বর মাসে টেইলরকে দেখা যায় কেলসের এক ম্যাচে, তিনি বসেছিলেন কেলসের মা ডোনা কেলসের পাশে। এক মাস পর নিউ ইয়র্কে ‘সেটারডে নাইট লাইভ’-এ দুজনের প্রথম জনসম্মুখে উপস্থিতি ঘটে, যেখানে তাদের হাতে হাত ধরে হাঁটতে দেখা যায়। এরপরের ইতিহাস তো সবার জানা! – হিন্দুস্তান টাইমস