প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫

নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অফ কারেকশনস অ্যান্ড কমিউনিটি সুপারভিশন অনলাইনে এই সিদ্ধান্ত প্রকাশ করেছে।
১৯৮০ সালের ৮ ডিসেম্বর নিউ ইয়র্ক সিটির ডাকোটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সামনে স্ত্রী ইয়োকো ওনোর সঙ্গে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জন লেনন। লেননের বয়স তখন ছিলো মাত্র ৪০ বছর।
খুনের পরপরই চ্যাপম্যানকে ঘটনাস্থলেই আটক করা হয়। তার হাতে ছিল জে. ডি. স্যালিঞ্জারের উপন্যাস ‘দ্য ক্যাচার ইন দ্য রাই’।
১৯৮১ সালে আমেরিকার আদালত চ্যাপম্যানকে ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। ২০০০ সালে প্রথমবার প্যারোলের আবেদন করার যোগ্যতা পান তিনি। সর্বশেষ তিনি ২০২৫ সালের ২৭ আগস্ট প্যারোল বোর্ডের সামনে হাজির হন তিনি।
২০২২ সালে প্রকাশিত এক প্যারোল শুনানির নথিতে চ্যাপম্যান বলেছিলেন, তার হৃদয়ে ‘অশুভ ইচ্ছা’ কাজ করেছিল। তিনি বলেন, “আমি জানতাম আমি কী করছি, জানতাম এটা ভুল, কিন্তু খ্যাতির জন্য আমি এতটাই মরিয়া ছিলাম যে একজন মানুষের জীবন নিয়ে নিতে রাজি ছিলাম।”
চ্যাপম্যানের পরবর্তী প্যারোল শুনানি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি ২০২৭ সালে। বর্তমানে তার বয়স ৭০ বছর। মিউজিক নিউজ