Advertisement

চলে গেলেন টেরেন্স স্ট্যাম্প

মানবজমিন

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

24obnd

চলে গেছেন বৃটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প। ১৭ই আগস্ট সকালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। ‘সুপারম্যান’ সিরিজে খলনায়ক জেনারেল জড চরিত্রে অভিনয় করে বিশ্ব জুড়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। স্ট্যাম্পের অভিনয়জীবন দীর্ঘ ছয় দশক জুড়ে বিস্তৃত। তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, অভিনেতা ও লেখক হিসেবে স্ট্যাম্প যে অসাধারণ কীর্তি রেখে গেছেন, তা বহু বছর ধরে মানুষকে ছুঁয়ে যাবে।

আরও পড়ুন

Lading . . .