Advertisement

যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন মিলন

মানবজমিন

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

24obnd

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন এবার যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন। দেশটির লস অ্যানজেলেসে আয়োজিত এক অনুষ্ঠানে ‘বেস্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন তিনি। চার্চ অব সায়েন্টোলজি এ পুরস্কারটি প্রদান করে। পুরস্কার গ্রহণের পর মিলন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি সত্যিই সম্মানিত। তবে, এই পুরস্কার কেবল আমার নয়, এটি লস অ্যানজেলেসে অ্যাক্টিং একাডেমির প্রতিটি সদস্যের। তাদের অবদান ছাড়া এ অর্জন সম্ভব হতো না। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন মিলন। তবে, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। জানা গেছে, যুক্তরাষ্ট্রের শিল্পীদের অন্যতম প্রভাবশালী সংগঠন ‘দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস’র সদস্য হয়েছেন তিনি। এর ফলে হলিউডের মূলধারার চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছে এই অভিনেতার। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’ মিলনকে সেই পথ খুলে দিয়েছে। এর আগে মিলন জানিয়েছিলেন, তিনি এখন যুক্তরাষ্ট্রের অ্যাক্টরস ইউনিয়নের সঙ্গে যুক্ত। সে কারণে হলিউডে মূলধারার কাজ করার সুযোগ তৈরি হচ্ছে।

আরও পড়ুন

Lading . . .