Advertisement
  • হোম
  • বিনোদন
  • ফ্লাইট মিস করতেই বদলে গিয়েছিল জীবন, অক্ষয়ের অবাক ক...

ফ্লাইট মিস করতেই বদলে গিয়েছিল জীবন, অক্ষয়ের অবাক করা বলিউড এন্ট্রি

এই সময়

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

অক্ষয় কুমার,ছবি: Instagram/akshay
অক্ষয় কুমার,ছবি: Instagram/akshay

বহু বলিউড তারকাই আছেন, যাঁদের জীবনের স্ট্রাগল কোনও সিনেমার গল্পের থেকে কম নয়। অক্ষয় কুমার তাঁদেরই একজন। যাঁর ভাগ্য বদলে গিয়েছিল একটি বিমানে পা রাখার পরে। অনেকেই হয়তো ভাবতে পারেন, একটা বিমান কী ভাবে একজন ব্যক্তির জীবন এতটা বদলে দিতে পারে। ‘খিলাড়ি’র জীবনের মোড় কী ভাবে বদলেছিল জানেন?

অক্ষয় কুমারের আসল নাম রাজীব হরিওম ভাটিয়া। যাঁর ভাগ্য বদলে গিয়েছিল একটি বিমানে পা রাখার পরে। ৯ সেপ্টেম্বর ১৯৬৭ সালে পাঞ্জাবের অমৃতসরে জন্ম অক্ষয়ের। রাজীবের বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার।

Akshay Kumar Bollywood

অক্ষয় কুমারের পরিবার একটা সময়ে দিল্লিতে থাকত। কিন্তু পরে তাঁরা মুম্বই চলে আসেন। অক্ষয় তাঁর পড়াশোনা শেষ করে তাইকোন্ডোর প্রশিক্ষণ নেন। যখন ক্লাস এইটে পড়েন, তখন থেকে ট্রেনিং নেন। পরবর্তীকালে তিনি ব্যাঙ্ককে যান এবং সেখানে একটি হোটেলেj শেফ এবং ওয়েটার হিসেবেও কাজ করেন।

অভিনেতার জীবন এই ভাবেই চলছিল দীর্ঘ বছর। একদিন মার্শাল আর্টের এক ছাত্র তাঁকে জিজ্ঞাসা করেন কেন তিনি মডেলিং করেন না। সেই ছাত্রটি অবশ্য একজন ফটোগ্রাফার ছিলেন। অক্ষয় তাঁর কথা শুনেই মডেলিংয়ের চেষ্টা করতে থাকেন। কিন্তু প্রথমে সাফল্য আসেনি। শুধু তাই নয়, একটা পোর্টফোলিও তৈরির জন্য তিনি একজন ফটোগ্রাফারের সঙ্গে ১৫ মাস বিনামূল্যে কাজও করেন।

Akshay Kumar Bollywood

এর পরেই অক্ষয় ধীরে ধীরে ছোট ছোট মডেলিংয়ের কাজ শুরু করেন এবং অভিনয়ের দিকে ঝুঁকে পড়েন। ছোট ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ আসতে থাকে। এসবের মাঝেই একদিন অক্ষয়কে একটি ফ্যাশন শোতে যেতে হয়। সেদিন ছিল তাঁর সকালের ফ্লাইট। কিন্তু তিনি ভেবেছিলেন সন্ধ্যার ফ্লাইট ছিল। ফ্লাইট মিস করায় ওই ফ্যাশন শো থেকে বাদ পড়েন অভিনেতা।

ফ্লাইট মিসের কারণে যখন অত্যন্ত মন খারাপের মধ্যে দিয়ে কাটাচ্ছেন অক্ষয়, তখন মা তাঁকে আশ্বস্ত করেছিলেন চিন্তা করো না, ভালো কিছু ঠিক হবে। সেই দিনই অত্যন্ত মন খারাপ নিয়ে অক্ষয় নটরাজ স্টুডিয়োতে গিয়েছিলেন। সূত্রের খবর, এখান থেকেই অক্ষয় ‘দিদার’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান। তার পরে আর কখনও অক্ষয়কে পিছনে ফিরে তাকাতে হয়নি।

Lading . . .