Advertisement

কন্যার জন্মদিনে দীপিকার উপহার

মানবজমিন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

২০২৪ সালের ৮ই সেপ্টেম্বর, দীপিকা পাড়ুকোনের কোল আলো করে আসে তার কন্যা দুয়া। দেখতে দেখতে এক বছর পার করলো সে। মেয়ের জন্মদিনে বাড়িতেই একটি কেক তৈরি করে ছোট্ট আয়োজন করেছিলেন দীপিকা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে। ফুলে সজ্জিত সেই চকলেট কেকের ছবি পোস্ট করে দীপিকা লেখেন, আমার উপহার। মেয়ের জন্মদিনে কেক বানানোই আমার ভালোবাসা।

আরও পড়ুন

Lading . . .