Advertisement

আশাবাদী বুবলী

মানবজমিন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

হাল সময়ের ব্যস্ত চিত্রনায়িকা শবনম বুবলী। তবে অনেকটা সময় ধরেই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন পুত্র বীর। শাকিব খানও সেখানেই অবস্থান করছেন। এরই মধ্যে শাকিব, বুবলী ও বীরের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্রে থাকায় নতুন কোনো ছবির কাজ হাতে নিতে পারেননি বুবলী। যদিও একাধিক নতুন সিনেমায় কাজ করার কথাবার্তা হয়েছে তার। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে সবশেষ তিনি রাশেদা আক্তার পরিচালিত ‘শাপলা শালুক’ ছবিতে অভিনয় করেন। সেই ছবিতে তার নায়ক সজল নূর। এদিকে বুবলী অভিনীত ‘পিনিক’ ও ‘সর্দারবাড়ির খেলা’ ছবি দু’টি গত ঈদে মুক্তির কথা থাকলেও তা হয়নি। পূজায় অন্তত একটি ছবি মুক্তির কথা থাকলেও তাও হয়তো হচ্ছে না। আর চলতি বছরের শেষ নাগাদ বুবলীর এ ছবিগুলো মুক্তি পাবে কিনা সেটি নিয়েও অনিশ্চয়তা রয়েছে। কারণ আসছে নতুন বছরের শুরুতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই আমেজ ও আবহ এখন থেকেই শুরু হয়েছে। সামনে সেটা আরও বাড়বে। ঠিক এই সময়ে অনেক পরিচালক ও প্রযোজকই তাদের সিনেমা মুক্তি দিতে চাচ্ছেন না। দেশের পরিস্থিতির কারণেই মূলত ‘পিনিক’ ও ‘সর্দারবাড়ির খেলা’ ছবি দু’টি পিছিয়েছে বুবলীর। সেদিক থেকে এ দুই ছবি চলতি বছর মুক্তির সম্ভাবনা অনেকটাই কম। অন্যদিকে বুবলীর ‘শাপলা শালুক’ ছবিটিও এ বছর মুক্তির এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। বুবলী জানান, তিনি নিজেও এ ছবি তিনটি মুক্তির অপেক্ষায় রয়েছেন। নতুন বছরেই হয়তো এ ছবি তিনটি মুক্তি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, আমি আরও আশাবাদী যে তিনটি ছবির গল্পই দর্শকদের ভালো লাগবে। আমার চরিত্রও বেশ ভিন্নধর্মী ছবিগুলোতে।

আরও পড়ুন

Lading . . .