Advertisement

অপ্রীতিকর ঘটনা

মানবজমিন

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

24obnd

মুক্তির অপেক্ষায় রয়েছে জাহ্নবী কাপুর অভিনীত ‘পরম সুন্দরী’। সিনেমাটি মুক্তির আগে জন্মাষ্টমীর পুণ্য তিথিতে মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উদ্‌যাপনে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই বিপাকে পড়েন নায়িকা। রীতিমতো তাকে দেখার জন্য জনতার ভিড় জমে যায়। জাহ্নবীর নিরাপত্তারক্ষীরা রীতিমতো এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। এদিন ‘দহি হান্ডি’ অনুষ্ঠানে শেষে ছবির প্রচার সেরে গাড়িতে ওঠার পথে জাহ্নবীকে একবার দেখার জন্য হুড়োহুড়ি শুরু করেন অনুরাগীরা। অভিনেত্রীকে ঘেরাও করেন উন্মত্ত জনতা। কেউ কেউ হাত মেলানোর, সেলফি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েন। কোনোমতে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় জাহ্নবীকে। বিষয়টি নিয়ে তখনই বিরক্তি প্রকাশ করেছেন তিনি। ছবির প্রচারে এসে রীতিমতো সমস্যার মুখে পড়েন অভিনেত্রী। এদিকে খুব শিগগিরই মুক্তি পাবে ছবি ‘পরম সুন্দরী’। ইতিমধ্যেই মা শ্রীদেবীর জন্মদিনে সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে সঙ্গে নিয়ে তিরুমালায় পূজা দিয়েছেন জাহ্নবী। ছবির সাফল্যের জন্যই তার এই পূজা দেয়া। জন্মাষ্টমীতে ছবির সাফল্যের আশায় পূজা দিতে গিয়ে ঘটে যায় এমন অপ্রীতিকর ঘটনা।

আরও পড়ুন

Lading . . .