মানবজমিন
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

২৪শে আগস্ট শুরু হতে যাচ্ছে ‘বিগ বস-১৯’। জানা গেছে, পাঁচ মাসব্যাপী এই অনুষ্ঠানের প্রথম তিন মাস সঞ্চালনা করবেন সালমান খান। এ ছাড়া, ২২ এবং ২৩শে আগস্ট শুটিং করবেন। এরপর কখনো অনিল কাপুর, কখনো করণ জোহর এবং কখনো ফারাহ খানকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। গ্র্যান্ড ফিনালেতে আবারো ফিরে আসবেন সালমান এবং বিজয়ীর নাম ঘোষণা করবেন।
আরও পড়ুন