‘বয়স তো হল, এবার অবসর নিন’, মন্তব্যে যা বললেন শাহরুখ
প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

বয়স হয়ে গিয়েছে, এবার অবসর নেওয়া উচিত শাহরুখ খানের, সম্প্রতি নিন্দুকের এমন মন্তব্যে ফুঁসে উঠলেন বলিউড বাদশা। সারা বিশ্ব জুড়ে অগণিত অনুরাগী ছড়িয়ে রয়েছে শাহরুখ খানের।
শুধু অভিনয় নয়, তার ব্যক্তিত্বেও মুগ্ধ অনুরাগীরা। তার ছবি দেখে গোটা দুয়েক প্রজন্ম প্রেমের ভাষা খুঁজে পেয়েছে। অসংখ্য সফল ছবি তার ঝুলিতে। এমনকি সম্প্রতি ‘জওয়ান’ ছবির জন্য জাতীয় মঞ্চেও সম্মানিত হয়েছেন অভিনেতা। কিন্তু এর মধ্যেই বয়স নিয়ে কটাক্ষের শিকার তিনি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে শাহরুখকে উদ্দেশ করে এক নিন্দুক লেখেন, “ভাই আপনার বয়স হয়ে গিয়েছে। এবার অবসর নিয়ে নিন। অন্য বাচ্চাদের এবার এগিয়ে আসতে দিন।”
সাধারণত নিন্দুকদের কথায় খুব একটা কর্ণপাত করেন না অভিনেতা। কিন্তু এই দিন নিজেকে থামিয়ে রাখতে পারেননি অভিনেতা। তিনি জবাবে বলেছেন, “ভাই তোমার প্রশ্নের শিশুসুলভ ভাব যেদিন চলে যাবে, তখন কিছু ভাল প্রশ্ন করো। তত দিন তুমি না হয় অস্থায়ী অবসর নিয়ে নেও প্লিজ।”
শাহরুখ ও সেই নেটিজেনের কথোপকথন এখন ভাইরাল সমাজমাধ্যমে। অনেকেই শাহরুখের পক্ষ নিয়ে কথা বলেছেন। অনুরাগীদের মতে, এই বয়সেও শাহরুখ যা করে দেখাচ্ছেন, তা বহু যুবকের পক্ষেও সম্ভব নয়।
আরও পড়ুন