ঈদের আগে ৯ সিনেমার সার্টিফিকেশন সনদ, ঈদেই মুক্তি পাবে ৫টি
প্রকাশ: ১৪ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রয়েছে ছয়টি সিনেমা। এর মধ্যে একমাত্র ‘নীলচক্র’ সিনেমাটি বেশ আগেই সার্টিফিকেশন সনদ পেয়েছিল। বাকি সিনেমাগুলো সার্টিফিকেশন সনদের অপেক্ষায় ছিল। বিভিন্ন সময় জমা দেওয়া সেই সিনেমাগুলো আজ একসঙ্গে সনদ পেয়েছে। একসঙ্গে ঈদের পাঁচ সিনেমা সনদ পাওয়ার ঘটনাও ঢালিউডে তেমন দেখা যায় না।
গতকাল বুধবার সার্টিফিকেশন সনদ পেয়েছে ‘তাণ্ডব’, ‘ইনসাফ’, ‘উৎসব’, ‘এশা মার্ডার: কর্মফল’ ও ‘টগর’। তবে ঈদের সিনেমার বাইরে বিভিন্ন সময় জমা পড়া চারটি সিনেমা একই সঙ্গে সনদ পেয়েছে। এসব সিনেমার মধ্যে রয়েছে ‘উড়াল’, ‘তোমার আমার প্রেম কাহিনি’, ‘কন্যা’ ও ‘অমীমাংসিত’। এক দিন ৯ সিনেমা সনদ পেল।
ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে সিনেমা জমা দেওয়া নিয়ে সব সময়ই প্রযোজক ও পরিচালকদের আগ্রহ দেখা গেছে। কিন্তু গত ঈদুল ফিতরে শাকিবের ‘বরবাদ’ ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা। একসময় জানা যায়, ‘বরবাদ’ সনদ পাচ্ছে না। এ নিয়ে বেশ জটিল পরিস্থিতি তৈরি হয়। যে কারণে সিনেমাগুলো সার্টিফেকশন বোর্ডে জমা দেওয়ার তথ্য দিতেও অপারগতা প্রকাশ করেন সিনেমার কয়েকজন প্রযোজক।
প্রযোজক শাহরিয়ার শাকিল এর আগে প্রথম আলোকে বলেন, ‘আমাদের সিনেমা ঈদের দিন থেকেই দেশের সব প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পারবে। সে প্রক্রিয়া শেষ করেই সিনেমাটি সম্পর্কে দর্শকদের জানাব। সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আপাতত কিছু বলতে চাই না।’ তিনি আজ প্রথম আলোকে বলেন, ‘সবার আলাদা একটি কৌশল থাকে। আমরা শুরু থেকেই সিনেমাটি নিয়ে কম কথা বলেছি। আমরা আশাবাদী ছিলাম, ঈদের আনকাট সেন্সর পাবে। সেটাই হয়েছে। এখন সনদ পেল, এটা ফেসবুকেই জানিয়ে দিলাম। এখন আমরা সিনেমা হল নিয়ে ভাবছি। সেটাও সময় হলেই জানিয়ে দেব।’
এদিকে আনকাট সনদ পেয়েছে ‘টগর’ সিনেমা। দুপুরেই সে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিলেন সিনেমার নায়িকা পূজা চেরি। ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটির সার্টিফিকেশন সনদ পাওয়ার খবর ফেসবুকে জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর অভিনীত ‘রেহানা’ কানে আঁ সার্তে রিগা বিভাগে প্রতিযোগিতায় ছিল। তারপর আর দেশের কোনো সিনেমায় দেখা যায়নি বাঁধনকে। দ্বিতীয় সিনেমা দিয়ে তিনি ঈদে পর্দায় আসছেন।
ঈদে শরীফুল রাজের সঙ্গে জুটি হয়ে আসছেন তাসনিয়া ফারিণ। তাঁদের অভিনীত সিনেমাটির নাম ‘ইনসাফ’। সিনেমাটির সার্টিফিকেশন সনদের খবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে ফারিণ লিখেছেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট সার্টিফিকেট পেয়েছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত এবং শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম অভিনীত সিনেমা “ইনসাফ”। সিনেমার রানটাইম ২ ঘণ্টা ২৯ মিনিট ২৬ সেকেন্ড।’
এদিকে ঈদের সিনেমা ছাড়াও ‘উড়াল’, ‘তোমার আমার প্রেম কাহিনি’, ‘কন্যা’ ও ‘অমীমাংসিত’ সিনেমাগুলো একই সঙ্গে সনদ পেয়েছে। অনেকেই মনে করছেন, এগুলো ঈদে মুক্তি পাবে। খবর নিয়ে জানা যায়, চারটি সিনেমা ঈদের পর মুক্তি পাবে।
‘উড়াল’ সিনেমায় উঠে এসেছে বন্ধুত্বের গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন জোবায়দুর রহমান। সিনেমার প্রযোজক অভিনেতা শরীফ সিরাজ। এই অভিনেতা বলেন, ‘আমরা বেশ আগেই সিনেমাটি জমা দিয়েছিলাম। ঈদের সিনেমার ভিড়ে আমরা সনদ পেলাম। আনকাট সনদ পাওয়ায় জুরিবোর্ডের কাছে কৃতজ্ঞতা। সিনেমা দেখে পছন্দ করে তাঁরা আমাদের ডেকেছিলেন। সিনেমার প্রশংসা করলেন। তবে অনেকেই আজ সনদ পাওয়ায় মনে করছে, ঈদে আমাদের ছবি মুক্তি পাবে। এমন কিছু না। আমাদের বন্ধুত্বের গল্পটি আগস্টে বন্ধু দিবসে সিনেমা হলে মুক্তি পাবে।’