Advertisement

দেশের বাইরেও কাজ করতে চাই : সাফা কবির

যায় যায় দিন

প্রকাশ: ২ জুলাই, ২০২৫

অভিনেত্রী সাফা কবির
অভিনেত্রী সাফা কবির

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির এ মুহূর্তে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এই অভিনয় দক্ষতা আর কাজের মাধ্যমে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তার ব্যস্ততা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

সাফা কবির বলেন, আমার কাজের জন্য যেভাবে মানুষ ভালোবাসা দেয় সম্মান দেয়; এর পরে আমার মনে হয় আরও ভালো কিছু করতে হবে, আরও ভালো কাজ করতে হবে।

আমি দর্শকদের মনে সব সময় বেঁচে থাকতে চাই।

অভিনেত্রী বলেন, যেখান থেকে আমার যাত্রাটা শুরু ওটা আমার কাছে ম্যাজিক্যাল একটা প্রডাকশন ছিল। এরপর আমি কখনো ভাবিনি যে আমি অভিনয় করব বা আমি একজন অভিনেত্রী হতে চাই।

সাফা কবির বলেন, নিজেকে ৫ বছর পর এখন যেখানে আছি, এর থেকে বড় জায়গায় দেখতে চাই।

দেখতে চাই যে আমার ঝুলিতে অনেক ভালো ভালো কাজ আছে, যেসব কাজ আমাদের দর্শকদের মাঝে আছে এবং দর্শকরা সে কাজ নিয়ে কথা বলছে। তিনি বলেন, দেশের বাইরেও কাজ করতে চাই।

Lading . . .