Advertisement
  • হোম
  • বিনোদন
  • ভারতে এক সপ্তাহে সবচেয়ে বেশি দেখা শো ‘পঞ্চায়েত’!

ভারতে এক সপ্তাহে সবচেয়ে বেশি দেখা শো ‘পঞ্চায়েত’!

চ্যানেল আই

প্রকাশ: ১ জুলাই, ২০২৫

সোমবার নির্মাতারা এই ঘোষণা দিয়েছেন। জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব এবং ফয়সাল মালিক অভিনীত এই নতুন সিজনটি ২৩ জুন প্রিমিয়ারের পর থেকে ২৯ জুন পর্যন্ত ৮.৮ মিলিয়ন (৮৮ লাখ) ভিউ অর্জন করেছে বলে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত একটি পোস্টারে টিভিএফ লিখেছে, “জনতা দেখালো ভালোবাসা, পঞ্চায়েত হলো সবচেয়ে বেশি ডিমান্ডেড সুপারস্টার! হৃদয়ছোঁয়া গল্প আর ফুলেরা গ্রামের মোহে, পঞ্চায়েতের নতুন সিজন এখন অফিসিয়ালি ভারতের সবচেয়ে বেশি দেখা শো (২৩–২৯ জুন, ২০২৫)।”

চতুর্থ সিজনটি পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র, সঙ্গে ছিলেন অক্ষত বিজয়বর্গীয়।

সিরিজে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অভিষেক ত্রিপাঠীর যাত্রা দেখানো হয়েছে, যে নিজের যোগ্যতার সঙ্গে মানানসই কোনো চাকরি না পেয়ে বাধ্য হয়ে একটি প্রত্যন্ত গ্রামের পঞ্চায়েত অফিসে কাজ নেয়। সেই গ্রামটির নাম ফুলেরা।

চতুর্থ সিজনে, গ্রামের প্রধানের পদে নির্বাচনে মুখোমুখি হন মঞ্জু দেবী (নীনা গুপ্তা) ও ক্রান্তি দেবী (সুনীতা রাজওয়ার)। এই সিজনটিও প্রযোজনা করেছেন অরুণাভ কুমার, যিনি আগের সিজনগুলোর সঙ্গেও যুক্ত ছিলেন।

পঞ্চায়েত–এর প্রথম সিজন মুক্তি পায় এপ্রিল ২০২০-এ, প্রাইম ভিডিওতে। গত বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত ৫৪তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়াতে (IFFI) এই শো পেয়েছিল সেরা ওয়েব সিরিজ (ওটিটি) ক্যাটাগরির প্রথম পুরস্কার। – টেলিগ্রাফ ইন্ডিয়া

Lading . . .