‘কিছু মানুষ শুধু দমিয়ে রাখতে চায়...’, ট্রোলিংয়ের কড়া জবাব মধুবনীর
প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

অভিনেত্রী মধুবনী গোস্বামী। টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যাও নজরকাড়া। ছেলে মানুষ করার জন্যে অভিনয় থেকে নিজেকে অনেকটাই সরিয়ে রেখেছেন তিনি। কিছুদিন আগেই ‘চিরসখা’ ধারাবাহিকে উকিলের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। যদিও এখন তিনি অনেকটাই দূরে এসবের থেকে। ভ্লগিং আর ব্যাগের ব্যবসাও সামলাচ্ছেন জমিয়ে। তবে নানা ঘটনায় মাঝেমধ্যেই তাঁকে যে কারণে ট্রোলিংয়ের সম্মুখীনও হতে হয়েছে। এ বার সমালোচকদের কড়া জবাব দিলেন মধুবনী।
একটি ভিডিয়ো পোস্ট করে মধুবনী বলেছেন, ‘কিছু দিন ধরেই খেয়াল করছি আমরা যাই করি না কেন, সেটাই খবর হয়ে যায়। তাতে যদিও ভালোই হচ্ছে আমাদের। প্রচারও হয়েছে একটু। তবে আমার শেষ কয়েকদিনে ভালো-মন্দ সব মিশিয়েই অভিজ্ঞতা হয়েছে। আমি আর রাজা আসলে খুবই কর্মঠ মানুষ। ফালতু জিনিসে সময় নষ্ট করতে পছন্দ করি না একেবারেই। তাই ভালোর পাল্লা সবচেয়ে ভারী এ সবের মধ্যে।’
কেউ নতুন ভাবে কিছু করতে চাইলে, তাঁকে পা ধরে টেনে হিঁচড়ে নামাতে সকলেই চায় বলে মনে করেন তিনি। মধুবনীর কথায়, ‘আসলে সকলের মনেই প্রশ্ন, কেন এতকিছু করবে। কেউ কেউ আবার বলেন, অভিনয়টাই তো ঠিক ছিল বাপু, কেন অন্য কিছু করতে গেলেন?’
তবে মধুবনী এ ক্ষেত্রে মনে করেন তিনি যদি সবকিছুই করতে পারেন, তা হলে শুধুমাত্র অভিনয়তেই বা কেন নিজেকে আটকে রাখবেন? তাঁর কথায়, ‘আমি যেটা পারি সেটা করব না কেন? কিছু মানুষের চরিত্র খালি কী ভাবে টেনে নামাবে। আমি আর রাজা দু’জনেই নিজেদের জায়গায় ভীষণ ভাবে ঠিক আছি। সেটা আশা করা যায় তোমরা এতদিনে বুঝে গিয়েছো। সবাই ভাবছে ওদের দমানো সম্ভব নয়। সত্যি বলতে, আমরা যে মানসিকতায় তৈরি, সেটা বোঝাও সম্ভব নয়।’
প্রসঙ্গত, প্রতিনিয়ত ট্রোলিং নিয়ে নানা মন্তব্য সহ্য করতে হয় তাঁকে। তাই সকলের উদ্দেশে মধুবনী বলেন, ‘একটা কথাই বলছি, যে ভাবে আপনারা রাজাকে ও আমাকে নিয়ে আলোচনা করছেন, এটার যদি ১ শতাংশ বা ২ শতাংশ আপনাদের নিয়ে করা হতো, আপনারা কোনও কাজই করতে পারতেন না। তাই পারলে আমাদের থেকে শিখুন। আপনাদের জীবনেও উন্নতি হবে।’