Advertisement
  • হোম
  • বিনোদন
  • রাম-রাবণের মহাযুদ্ধের আভাস, ইতিহাস তৈরীর অপেক্ষা!

রাম-রাবণের মহাযুদ্ধের আভাস, ইতিহাস তৈরীর অপেক্ষা!

চ্যানেল আই

প্রকাশ: ৫ জুলাই, ২০২৫

২০২৫ সালের ৩ জুলাই বিশ্বব্যাপী এক জাঁকজমকপূর্ণ প্রচারের মাধ্যমে ‘রামায়ণ: দ্য ইনট্রোডাকশন’ এর ফার্স্ট লুক প্রকাশিত হয়। ভারতের নয়টি শহরে একযোগে অনুষ্ঠিত হয় ফ্যান স্ক্রিনিং, পাশাপাশি নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিশাল বিলবোর্ডে দেখা যায় চরিত্রগুলোর প্রথম ঝলক।

এই প্রজেক্টের পেছনে রয়েছেন নির্মাতা ও প্রযোজক নমিত মালহোত্রা, সঙ্গে সহ-প্রযোজক হিসেবে যুক্ত আছেন যশ। ভিএফএক্সে নেতৃত্ব দিচ্ছে ৮টি অস্কারজয়ী স্টুডিও ডিএনইজি এবং সংগীতে একসঙ্গে কাজ করছেন কিংবদন্তী দুই সুরকার—হান্স জিমার ও এআর রহমান।

কে কোন চরিত্রে, সেটিও প্রথমবার খোলাসা করলো রামায়ণ টিম। প্রধান চরিত্রগুলোর মধ্যে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতা হচ্ছেন সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, হুনমান হচ্ছেন সানী দেওল এবং লক্ষণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে।

টিজার ভিডিওটির শুরুতেই দেখা যায় ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেবের ত্রিত্ব শক্তিকে। পরে পর্দায় হাজির হন রাম (রণবীর), সীতা (সাই পল্লবী) এবং রাবণ (যশ)। ভিজ্যুয়াল গ্রাফিক্স ও অ্যানিমেশন ব্যবহার করে নির্মিত এই টিজারটি মহাকাব্যের আধুনিক ও বিশ্বজনীন পুনরায় কল্পনা।

নির্মাতা ও প্রযোজকদের ভাষ্য,“দশ বছরের স্বপ্ন। অগাধ বিশ্বাস। বিশ্বের শ্রেষ্ঠ প্রযুক্তি আর মেধা দিয়ে আমরা তৈরি করছি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কাব্যরূপ – রাম বনাম রাবণের অমর কাহিনি। এই শুরু, চলুন উদযাপন করি আমাদের সত্য, আমাদের ইতিহাস।”

ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সৃষ্ট এই মহাবিশ্বে বিরাজ করছিল সুষমা। তবে সেই ভারসাম্য নষ্ট হয় এক অসাধারণ অসুরশিশুর আবির্ভাবে—যিনি পরিণত হন রাবণে, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও অজেয় রাজায়। রাবণ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন স্বয়ং বিষ্ণুকে। এদিকে, বিষ্ণু অবতীর্ণ হন মানব রূপে— এক দুর্বল রাজপুত্র হিসেবে, নাম রাম। শুরু হয় চিরন্তন যুদ্ধ: রাম বনাম রাবণ। মানুষ বনাম রাক্ষস। আলো বনাম অন্ধকার। এই হলো রামায়ণ—এক মহাকাব্য, এক আত্মার গল্প, যা আজও কোটি কোটি মানুষের বিশ্বাসে বেঁচে আছে।

হলিউড টেকনিশিয়ানদের সম্পৃক্ততাও আছে সিনেমাটির সাথে। বিশেষ করে অ্যাকশনে পুরোটাই সহায়তা নেয়া হয়েছে হলিউড ক্রুদের। অ্যাকশন ডিরেক্টরস টেরি নোটারি (অ্যাভেঞ্জারস, প্লানেট অব দ্য অ্যাপস) এবং গাই নরিস (ম্যাড ম্যাক: ফিউরি রোড, ফিউরিসা) এর মতো দাপুটে মানুষ সম্পৃক্ত হয়েছেন। এছাড়া প্রোডাকশন ডিজাইনে আছেন রবি বানসাল (ডিউন ২, আলাদিন) ও র‍্যামজি অ্যাভেরি (ক্যাপ্টেন আমেরিকা, টুমরোল্যান্ড।

নমিত মালহোত্রা বলেন, “এটি শুধু একটি সিনেমা নয়, এটি একটি সাংস্কৃতিক আন্দোলন। আমাদের সত্যিকারের ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার দায়িত্ব আমরা নিয়েছি।”

নিতেশ তিওয়ারি বলেন,“রামায়ণ আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে আছে। এই গল্প চিরকাল বেঁচে থাকবে কারণ এটি মানবতার সবচেয়ে গভীর সত্যকে ধারণ করে। আমরা শুধু একটি সিনেমা বানাচ্ছি না, আমরা একটি দৃষ্টিভঙ্গি তৈরি করছি—যা সীমান্ত ছাড়িয়ে যাবে।”- নিউজ এইটিন

Lading . . .