Advertisement

হাসপাতালে শেহনাজ

মানবজমিন

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

24obnd

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শেহনাজ গিল। জানা গেছে, অভিনেত্রী লো-ব্লাড প্রেসারসহ একাধিক সমস্যায় ভুগছিলেন। এরপরই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সোশ্যাল মিডিয়াতে শেহনাজের শারীরিক অবস্থা সম্পর্কে জানান করণ বীর মেহরা। তিনি হাসপাতালে শেহনাজের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, শেহনাজ হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন এবং তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন

Lading . . .