প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

তবে এ সময় ট্রাম্প ছিলেন দীর্ঘস্থায়ী মন্ত্রিসভা বৈঠকে। বৈঠকের একপর্যায়ে এক সাংবাদিক সুইফটের বাগদান নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,“আমি তাদের অনেক সৌভাগ্য কামনা করি। কেলসে দারুণ খেলোয়াড়, চমৎকার মানুষ। আর টেইলরও অসাধারণ একজন। তাদের জন্য শুভকামনা রইল।”
গত বছর (সেপ্টেম্বর ২০২৪) ট্রাম্প প্রকাশ্যে সুইফটের প্রতি ক্ষোভ উগরে দেন। কারণ, সুইফট প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছিলেন। তখন ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে বড় বড় অক্ষরে লিখেছিলেন, “আই হেট টেইলর সুইফট”!
এরপর থেকে সুইফটকে ঘিরে ট্রাম্পের একের পর এক আক্রমণাত্মক মন্তব্য শোনা যায়।
২০২৫ সালের সুপার বোল খেলায় (কানসাস সিটি চিফস বনাম ফিলাডেলফিয়া ঈগলস) সুইফট গ্যালারিতে ছিলেন প্রেমিক কেলসেকে সমর্থন করতে। সেখানে ঈগলস সমর্থকরা তাকে বিদ্রুপ ও বু করে। ট্রাম্পও উপস্থিত ছিলেন সেই ম্যাচে। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন, যেখানে লেখা ছিল, “ট্রাম্প সুপার বোলে ব্যাপক করতালি পান, আর টেইলর সুইফট বু হন— দুনিয়া আবারও সেরে উঠছে।”
কিছুদিন পরই ট্রাম্প সুইফটকে ব্যঙ্গ করে একটি এডিট করা ছবি শেয়ার করেন, যেখানে সুইফটকে দেখা যায় হাতে একটি পতাকা ধরে আছেন, তাতে লেখা— “ট্রাম্প ওউন, ডেমোক্রেটস চিটেড!”
এপ্রিল মাসে হোয়াইট হাউসে ঈগলসের বিজয়োৎসবে ট্রাম্প আবারও সুইফটকে খোঁচা দেন। কেলসের দল চিফসকে হারানোর প্রসঙ্গ টেনে বলেন, “আমি সেখানে ছিলাম, টেলর সুইফটও ছিলেন— ফলাফল দেখলেন তো?”
এর পরের মাসেই (মে মাস) তিনি আরেক দফা সুইফটকে আক্রমণ করেন। ট্রুথ সোশ্যালে লেখেন, “কেউ কি খেয়াল করেছেন, আমি যখন থেকে বলেছি ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি’ তখন থেকেই সে আর ‘হট’ নেই?”
সম্প্রতি তিনি সুইফটকে অভিনেত্রী সিডনি সুইনির সঙ্গে তুলনা করে বলেন, “সিডনি সুইনি, যিনি একজন রিপাবলিকান, তার আমেরিকান ঈগলের বিজ্ঞাপন এখন সবচেয়ে হট! অন্যদিকে ‘ওয়োক’ গায়িকা টেইলর সুইফট- আমি যখন থেকে বলেছি তাকে সহ্য করতে পারি না, তখন থেকে সে সুপার বোলে বু খাচ্ছে, আর এখন মোটেই আর ‘হট’ নেই।” – ইন্ডিপেন্ডেন্ট.ইউকে