Advertisement
  • হোম
  • বিনোদন
  • ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘অমীমাংস...

১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘অমীমাংসিত’

চ্যানেল আই

প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী পরিচালিত বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম অমীমাংসিত অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। রোববার সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের একটি ফেসবুক পোস্টে জানানো হয়, আগামী ১৫ ডিসেম্বর চলচ্চিত্রটি আইস্ক্রিনে দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

একটি পোস্টার শেয়ার করে তারা লিখেছে- চেহারার আড়ালে লুকানো রহস্য এখনো প্রকাশের অপেক্ষায়। রায়হান রাফী নির্মিত আইস্ক্রিন অরিজিনাল ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’, আসছে ১৫ ডিসেম্বর।

এক সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে নির্মিত রহস্যঘেরা থ্রিলারধাঁচের এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। ট্রেলারে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ আরও বেশ কয়েকজন পরিচিত শিল্পীকে।

গল্পটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত কি না-সে বিষয়ে নির্মাতারা স্পষ্ট কিছু বলেননি। তবুও অমীমাংসিতকে ঘিরে দর্শকদের মধ্যে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।

চলচ্চিত্রটি মুক্তির কথা ছিল ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। টিজার প্রকাশের পর সেন্সর বোর্ড জানায়, ওটিটি কনটেন্ট হলেও মুক্তির আগে ছাড়পত্র আবশ্যক। পরপর দুই ধাপ পর্যালোচনায় গত বছরের এপ্রিলে বোর্ড চলচ্চিত্রটিকে ‘প্রদর্শনযোগ্য নয়’ ঘোষণা করে- ফলে আটকে যায় মুক্তি।

সব জটিলতা কাটিয়ে অবশেষে ১৫ ডিসেম্বর আইস্ক্রিনে স্ট্রিমিং হতে যাচ্ছে অমীমাংসিত।

Lading . . .