Advertisement

এই বয়সে আইটেম সং করা যায় না: নাসরিন

চ্যানেল আই

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

চলচ্চিত্রের প্রয়াত শিল্পীদের স্মরণে রবিবার (৭ সেপ্টেম্বর) এফডিসিতে আয়োজন করা হয় দোয়া মাহফিল। প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় সেখানে হাজির হন বাংলা চলচ্চিত্রের নতুন পুরাতন শিল্পীদের অনেকে।

সেখানে নাসরিন বলেন, আমি অভিনয় করতে আগ্রহী। তবে খুব কষ্ট লাগে, নিমার্তারা ঘুরে-ফিরে আমাকে আইটেম সংয়ের জন্যই ডাকে। তারা ভুলে যায় যে, আমার বয়স হয়েছে। এই বয়সে আইটেম সং করা যায় না। এখন যে বয়স, সেরকম ক্যারেক্টারে অভিনয়শিল্পীদের ডাকতে চায় না কেউ।

প্রয়াত শিল্পীদের স্মরণ অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, ‘এই আয়োজন খুব ভালো হয়েছে। এসে ভালো লাগছে। অনেকের সঙ্গে দেখা হচ্ছে, যেটা সাধারণত ভোটের সময় দেখা যায়। তাছাড়া সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ সম্ভব হয় না।’

১৯৯২ সালে ‘অগ্নিপথ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাসরিন। অনেকে ‘লাভ’ সিনেমাকে তার অভিষেক চলচ্চিত্র বলে থাকেন। কৌতুক অভিনেতা টেলি সামাদের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন নাসরিন। তবে দিলদারের সঙ্গে জুটি বেঁধে নাসরিনের পরিচিতি বাড়ে।

নাসরিন ২০১২ সালে অভিনেতা-ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান রিয়েলকে বিয়ে করেন। ২০১৪ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান আফরিন। বর্তমানে তিনি দুই সন্তানের মা।

Lading . . .