একুশ শতকের সেরা ১০০ সিনেমা, ১ নম্বরে ‘প্যারাসাইট’!
প্রকাশ: ১ জুলাই, ২০২৫

কোরিয়ান সিনেমাকে অস্কায় দেয়ায় আয়োজকদের নিন্দামন্দও করেন ট্রাম্প। সেসময় ট্রাম্প বলেছিলেন, “দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্য সংক্রান্ত আমাদের প্রচুর ঝামেলা চলছে। অথচ এরমধ্যেই তাদের দেশের একটি ছবিকে অস্কারের সেরা ছবির পুরস্কার দিয়ে দেয়া হলো! হচ্ছেটা কী?”
ইতিহাসে প্রথমবার হলিউডের বাইরের কোনো ছবির হাতে তুলে দেয়া হয় ‘সেরা ছবি’র সম্মান। তাই বেজায় ক্ষিপ্ত হন ট্রাম্প। তাও যে দেশের সঙ্গে তখন চলছিলো বাণিজ্য সংক্রান্ত ঝামেলা, তাই অস্কার কর্তৃপক্ষকে নানাভাবে কটাক্ষ করেন তিনি।
বছর পাঁচ ঘুরে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প! আর তার সময়েই ২১ শতকের সেরা ১০০ সিনেমার তালিকায় কোরিয়ান সেই সিনেমাটিই শীর্ষ স্থানে রেখে তালিকা প্রকাশ করলো বিখ্যাত নিউ ইয়র্ক টাইমস!
নিউ ইয়র্ক টাইমসের বিবেচনায় বং জুন-হো পরিচালিত অস্কারজয়ী ছবি প্যারাসাইট (২০১৯)-কে ২১ শতকের সেরা ১০০ সিনেমার তালিকায় প্রথম স্থানে রাখা হয়েছে। একই নির্মাতার আরেকটি সিনেমা ‘মেমোরিজ অব মার্ডার’ (২০০৩) তালিকায় স্থান পেয়েছে ৯৯ নম্বরে।
গেল শুক্রবার প্রকাশিত এই তালিকায় ২০০০ সালের ১ জানুয়ারির পর মুক্তিপ্রাপ্ত ১০০টি সেরা সিনেমা অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস প্যারাসাইট–কে একটি “রোমাঞ্চকর অথচ বিকৃত” চলচ্চিত্র হিসেবে বর্ণনা করেছে, যা ধনী ও দরিদ্র শ্রেণির বৈষম্যের গল্পের মধ্য দিয়ে নব্য-উদারতাবাদের ওপর এক নির্মম সমালোচনা উপস্থাপন করে। বং জুন-হোকে টাইমস “রীতিমাফিক ধাঁচে বাঁধা না থাকা এক ঘরানার মাস্টার” হিসেবে আখ্যা দিয়েছে, যিনি চমৎকারভাবে হাস্যরস, সামাজিক ব্যঙ্গ ও হৃদয়বিদারক ট্র্যাজেডির মাঝে যাতায়াত করেন।
‘প্যারাসাইট’ বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ২০২০ সালে চারটি অস্কার জিতেছে, যার মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্রের পুরস্কার। বিশ্বব্যাপী প্রায় ২০০টি চলচ্চিত্র উৎসব ও পুরস্কার অনুষ্ঠানে এই ছবি পুরস্কার অর্জন করেছে।
নিউ ইয়র্ক টাইমস- তাদের এই র্যাঙ্কিং তৈরির জন্য প্রায় ৫০০ চলচ্চিত্র সংশ্লিষ্ট পেশাদার—যেমন পরিচালক, অভিনেতা ও প্রযোজক—দের মাঝে একটি জরিপ চালায়। তারা ধাপে ধাপে তালিকাটি প্রকাশ করে। ১০০ নম্বর থেকে শুরু করে শুক্রবার সর্বশেষ শীর্ষ ২০টি সিনেমার নাম প্রকাশ করে।
১. প্যারাসাইট
২. মালহল্যান্ড ড্রাইভ
৩. দেয়ার উইল বি ব্লাড
৪. ইন দ্য মুড ফর লাভ
৫. মুনলাইট
৬. নো কান্ট্রি ফর ওল্ড মেন
৭. ইটার্নাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড
৮. গেট আউট
৯. স্পিরিটেড অ্যাওয়ে
১০.দ্য সোশ্যাল নেটওয়ার্ক
১১. ম্যাড ম্যাক্স: ফিউরি রোড
১২. দ্য জোন অব ইন্টারেস্ট
১৩.চিলড্রেন অব মেন
১৪.ইংলোরিয়াস বাস্টার্ডস
১৫. সিটি অব গড
১৬. ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন
১৭. ব্রোকব্যাক মাউন্টেন
১৮. ই তু মামা তামবিয়েন
১৯. জোডিয়্যাক
২০. দ্য উলফ অব ওয়াল স্ট্রিট