Advertisement

এবার ডিভোর্স নিয়ে মুখ খুললেন সুস্মিতা

যায় যায় দিন

প্রকাশ: ২ জুলাই, ২০২৫

সুস্মিতা রায়
সুস্মিতা রায়

টলিগঞ্জের জনপ্রিয় মুখ সুস্মিতা রায়কে নিয়ে নেটিজেনদের মাঝে আবারও ডিভোর্সের গুঞ্জন উঠেছে।

সম্প্রতি নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে অভিনেত্রী তার জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এনেছেন।

স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে কি তবে আইনি পথেই বিচ্ছেদ হতে চলেছে সুস্মিতার? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তমহলে।

যদিও সুস্মিতা বা সব্যসাচী কেউই সরাসরি বিচ্ছেদের কথা উল্লেখ করেননি, তবে তাদের যৌথ বিবৃতিতে বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিভোর্সের বিষয়ে সুস্মিতা বলেন, ‘এটা নিয়ে আসলে একদম আলোচনা করতে চাই না। সব্যসাচী এবং আমি দু’জনে মিলে যে পোস্ট করেছি, ওইটুকুই সকলকে বলতে চাই।’

তার কথায়, ‘আমি কারো দিকে আঙুল তোলা বা কোনো কাদা ছোড়াছুড়ি হোক চাই না। আমার কানো প্রতি কোনো অভিযোগ নেই। কাউকে দোষারোপও করব না।

এটা সম্মিলিত একটা সিদ্ধান্ত। দু’জন দু’জনের এই সিদ্ধান্তকে সম্মান জানাই।’

প্রসঙ্গত, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামার বৌদির চরিত্রে অভিনয়ের মাধ্যমে সুস্মিতা দর্শকের মন জয় করেছিলেন। এরপর ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে তার অভিনয়ও সকলের নজর কেড়েছে।

Lading . . .