প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

দেশের শোবিজ জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। লাবণ্যময় চেহারা, মিষ্টি হাসি আর নিপুণ অভিনয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। সেই নব্বই দশক থেকে তিনি দর্শকদের মনে মুগ্ধতা ছড়িয়ে আসছেন। একপর্যায়ে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান। তার স্বামী রাশেক মালিক বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশের ডিটেক্টিভ। তবে অভিনয় ও মনের টানে মাঝেমধ্যেই ঢাকা আসেন এ অভিনেত্রী। কিছুদিন হলো আবার ঢাকায় ফিরেছেন রিচি। এবার এ অভিনেত্রী জানালেন, তিনি আবার নাটক ও শুটিংয়ে ফিরবেন। এ বিষয়ে রিচি বলেন, সাতদিন হলো ঢাকায় ফিরেছি। এখন নিজেকে ও পরিবারকে একটু সময় দিচ্ছি। এর মধ্যে বেশকিছু কাজের প্রস্তাবও এসেছে। সেগুলো নিয়ে ভাবছি। গল্প ও চরিত্র ভালো লাগলে তবেই কাজে ফিরবো। বাকিটা সময়ের ব্যাপার। সর্বশেষ যখন দেশে এসেছিলেন, তখন রিচি অভিনয় করেছিলেন ‘কেন দেখা হলো না’- শীর্ষক নাটকে, যা একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। দীর্ঘদিন পর প্রকাশিত হওয়া তার নতুন নাটক আগ্রহ ও উৎসাহ নিয়ে উপভোগ করেছেন দর্শক।
আরও পড়ুন