Advertisement
  • হোম
  • বিনোদন
  • অসাধারণ ছিল... ২৬ বছর বয়সীর সঙ্গে ওয়ান-নাইট স্ট্যা...

অসাধারণ ছিল... ২৬ বছর বয়সীর সঙ্গে ওয়ান-নাইট স্ট্যান্ড, রোমাঞ্চিত ৪৯-এর হলিউড অভিনেত্রী

এই সময়

প্রকাশ: ৬ জুলাই, ২০২৫

শার্লিজ় থেরন।,ছবি: ইনস্টাগ্রাম
শার্লিজ় থেরন।,ছবি: ইনস্টাগ্রাম

শার্লিজ় থেরন এবার বড় বোমা ফাটিয়েছেন। ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী ওয়ান-নাইট স্ট্যান্ড নিয়ে তাঁর সাম্প্রতিক অভিজ্ঞতার কথা কোনও রাখঢাক না করে, সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। ৪৯ বছর বয়সী থেরন আসলে অ্যালেক্স কুপারের 'কল হার ড্যাডি' পডকাস্টে তাঁর নতুন সিনেমা ‘দ্য ওল্ড গার্ড ২’-এর প্রচারে এসেছিলেন। সেখানেই নিজের গোপন কথা প্রকাশ্যে এনেছেন শার্লিজ় থেরন। অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি সম্প্রতি একজন ২৬ বছর বয়সীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন।

কেমন ছিল শার্লিজ থেরনের এক রাতের অভিজ্ঞতা

‘কল হার ড্যাডি’ পডকাস্টে বুধবারের পর্বে শার্লিজ় থেরন সাফ বলে দিয়েছেন, ‘আমার গোটা জীবনে সম্ভবত তিন বার ওয়ান-নাইট স্ট্যান্ড হয়েছে। কিন্তু সম্প্রতি ২৬ বছর বয়সীর সঙ্গে আমি যৌন সম্পর্ক করেছি এবং এটা সত্যিই অসাধারণ ছিল। এমন অনুভূতি আগে কখনও হয়নি। আমার তো মনে হচ্ছিল, ওহ, এটা তো দারুণ।’ থেরন আরও যোগ করেছেন, ‘এরকম যৌন মিলন ২০ বা ৩০ বছর বয়সেও কখনও আমার হয়নি।’ দুই সন্তানের মা ওয়ান-নাইট স্ট্যান্ড প্রসঙ্গে দাবি করেছেন, ‘আমার ২০ বছর বয়সে এটা করা উচিত ছিল।’

Charlize Theron Reveals Her Recent Sexual Experience with a 26-Year-Old

নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে বেশ উত্তেজিত ছিলেন শার্লিজ। ৩০ বছর বয়সী কুপার তখন শার্লিজ থেরনকে বলেন, ‘সবচেয়ে ভাগ্যবান ওই (২৬ বছর বয়সী) ব্যক্তি।’ থেরন হেসে জবাব দেন, ‘সে সবচেয়ে ভাগ্যবান নয়। তবে ওকে ধন্যবাদ।’

থেরনের পরামর্শ

শার্লিজ় থেরন যৌন সম্পর্ক নিয়ে আরও জানিয়েছেন, ‘যে সব নারী আত্মবিশ্বাসী হয়... তারা বিছানায় পুরুষদের ভালো ভাবে খুশি করতে পারে। এটা অদ্ভূত না? আমাদেরও এমন হওয়া উচিত।’ থেরন অবশ্য মহিলাদের ‘নিরাপদ উপায়ে’ আনন্দ খুঁজে নেওয়ার পরামর্শ দিয়েছেন। নারী যৌনতার প্রতি খোলামেলা মনোভাব প্রচার করার ক্ষেত্রে শার্লিজ থেরন বেশ স্পষ্টবাদী।

Charlize Theron Reveals Her Recent Sexual Experience with a 26-Year-Old

১২ বছর বয়সী জ়্যাকসন এবং ৯ বছর বয়সী অগস্ট- দুই মেয়ের মা থেরন। তিনি শন পেন, স্টুয়ার্ট টাউনসেন্ড এবং ক্রেগ বিয়েরকোর মতো অভিনেতাদের সঙ্গে ডেটিং করেছেন। তবে বিয়ের পথে কখনও হাঁটেননি শার্লিজ়। তিনি বিয়ে করতে আগ্রহীও নন। তবে তিনি কুপারকে জানিয়েছেন, ওয়ান-নাইট স্ট্যান্ড করতে পেরে তিনি খুশি। তবে কে ছিলেন সেই ২৬ বছরের যুবক, সেই সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাননি থেরন।

আরও পড়ুন

Lading . . .