Advertisement

‘কিং’র শুটিং স্থগিত, যে কারণে দেশে ফিরছেন

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

‘কিং’র শুটিং স্থগিত, যে কারণে দেশে ফিরছেন
‘কিং’র শুটিং স্থগিত, যে কারণে দেশে ফিরছেন

শারীরিক প্রতিবন্ধকতা, বাধা-বিপত্তি পেরিয়ে ‘কিং’ সিনেমার শুটিং শুরু করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হয়েছিল পোল্যান্ডে।

তবে হঠাৎ শুটিং বন্ধ করে দেশে ফিরছেন শাহরুখ। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে কি আবার দেহের কোথাও চোট পেলেন কিং খান?

তেমনটি নয়, জানা গেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরষ্কার গ্রহণ করতেই শুটিং রেখে দেশে ফিরছেন শাহরুখ।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জাওয়ান’ সিনেমার জন্য প্রথমবার জাতীয় পুরষ্কারে পুরষ্কৃত হয়েছেন তিনি। তিন দশকের কর্মজীবনে প্রথমবার এমন স্বীকৃতি তার। এ নিয়ে শাহরুখের আবেগ থাকা স্বাভাবিক। একইভাবে অভিনেতার জাতীয় পুরষ্কার নেওয়ার মুহূর্তের ছবি কিংবা ভিডিও দেখার জন্য মুখিয়ে রয়েছেন তার ভক্তরা।

এ কারণেই রাষ্ট্রপতির হাত থেকে সেই পুরষ্কার গ্রহণ করার সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি। আগামী ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রদানের অনুষ্ঠান হওয়ার কথা। সেই অনুষ্ঠানে যোগ দিতেই শুটিংয়ের মাঝপথে ফিরে আসতে হচ্ছে শাহরুখকে।

‘কিং’ সিনেমাটি নিয়েও দর্শক, অনুরাগীদের মধ্যে উত্তেজনার চরম। কন্যা সুহানা খানের সঙ্গে প্রথমবার এই এতে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে। বাবা-মেয়ের অনস্ক্রিন রসায়ন দেখার জন্য অধীর আগ্রহ রয়েছে।

এনএটি

Lading . . .