Advertisement
  • হোম
  • বিনোদন
  • ‘গুটখা খাওয়া উচিত নয়’, ‘জলি এলএলবি ৩’র ট্রেলার ল...

‘গুটখা খাওয়া উচিত নয়’, ‘জলি এলএলবি ৩’র ট্রেলার লঞ্চে সাংবাদিককে ধমক অক্ষয়ের

এই সময়

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

‘জলি এলএলবি ৩’র ট্রেলার লঞ্চে অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং সৌরভ শুক্লা।
‘জলি এলএলবি ৩’র ট্রেলার লঞ্চে অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং সৌরভ শুক্লা।

বুধবার কানপুরে ‘জলি এলএলবি ৩’র বহু প্রতীক্ষিত ট্রেলার উন্মোচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির তিন স্তম্ভ— অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং সৌরভ শুক্লা। এই অনুষ্ঠানের মাঝেই এক সাংবাদিক অক্ষয়কে প্রশ্ন করেন, ছবিতে কি কানপুর শহরের ‘গুটখা’ সংস্কৃতি তুলে ধরা হয়েছে? এবং এই প্রসঙ্গে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত কী?

অক্ষয়, যিনি বরাবরই স্পষ্টভাষী, জবাব দেন, ‘গুটখা খাওয়া উচিত নয়।’ কিন্তু সাংবাদিক মাঝপথে বাধা দেওয়ার চেষ্টা করলে, অক্ষয় তাঁর স্বভাবসিদ্ধ রসবোধ ও তীক্ষ্ণ মন্তব্যে বলেন, ‘না না… ইন্টারভিউটা আমার না আপনার? আপনি আমার মুখে কথা ঢোকাবেন না… আমি বলছি, গুটখা খাওয়া খারাপ, ব্যস। পরের প্রশ্ন।’ প্রসঙ্গত, গুটখার বিজ্ঞাপন করে এর আগে অক্ষয় বিতর্কে জড়িয়েছেন একাধিক বার।

A post shared by Pallav Paliwal (@pallav_paliwal)

Akshay Kumar schools reporter over ‘gutka’ question

এই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। একজন নেটিজ়েন লিখেছেন, ‘ওয়াও, কী দারুণ জবাব!’ আর একজনের মন্তব্য, ‘সেরা অভিনেতা, সেরা ব্যক্তিত্ব!’

প্রসঙ্গত, ‘জলি এলএলবি ৩’-তে অক্ষয় আবারও জলি চরিত্রে ফিরছেন, আর তাঁর বিপরীতে রয়েছেন আরশাদ ওয়ারসি। ছবিটি মুক্তি পাচ্ছে ১৯ সেপ্টেম্বর, এবং এটি জলি এলএলবি সিরিজ়ের তৃতীয় অধ্যায়। সৌরভ শুক্লা, আমৃতা রাও, হুমা কুরেশি এবং অন্নু কাপুরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

ট্রেলারে দেখা গিয়েছে, দুই জলি— অক্ষয় ও আরশাদ আইনের জটিলতা, নৈতিক দ্বন্দ্ব এবং কৌশলের মাধ্যমে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এক রোমাঞ্চকর, নাটকীয় এবং সংবেদনশীল সংঘর্ষের ইঙ্গিত মিলেছে, যা দর্শকদের টানটান উত্তেজনার মধ্যে রাখবে।

Akshay Kumar schools reporter over ‘gutka’ question

এই বছর অক্ষয় কুমার একাধিক ছবিতে অভিনয় করেছেন— ‘স্কাই ফোর্স’, ‘কেশরী চ্যাপ্টার ২’ ‘হাউসফুল ৫’-এ। এ ছাড়াও ‘কানাপ্পা’-তে তাঁকে গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে। এটি ছিল তাঁর তেলেগু ছবিতে অভিষেক। বর্তমানে তিনি শুটিং করছেন ‘Haiwaan’ ছবিতে, যা মোহনলালের জনপ্রিয় মালায়ালম ছবি ‘Oppam’-এর রিমেক। এখানে তাঁর সহ-অভিনেতা সইফ আলি খান। এ ছাড়াও তিনি রয়েছেন হরর কমেডি ছবি ‘Bhoot Bangla’-তে, যা এখনও মুক্তির অপেক্ষায়।

Lading . . .