Advertisement

জেমস বন্ড নারী হলে কেমন হয়?

চ্যানেল আই

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

অস্কারজয়ী অভিনেত্রী হেলেন মিরেন
অস্কারজয়ী অভিনেত্রী হেলেন মিরেন

এরমধ্যে সবচেয়ে বেশী যে প্রশ্নটি ঘুরে ফিরে আসছে, কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! তবে এসবের মাঝেও কান পাতলেই শোনা যাচ্ছে জেমস বন্ডকে ঘিরে নতুন একটি বিতর্ক, আর সেটা নিয়ে প্রায়শই চলছে পক্ষে বিপক্ষে সরব আলোচনা!

পরবর্তী জেমস বন্ড নারী হলে কেমন হয়- এমনই প্রশ্নই মূলত এই বিতর্ক উস্কে দিচ্ছে। অস্কারজয়ী অভিনেত্রী হেলেন মিরেন জেমস বন্ডকে নারী হিসেবে দেখানোর প্রস্তাব কিংবা এই বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

সাগা ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘দ্য থার্সডে মার্ডার ক্লাব’ ছবির সহ-অভিনেতা ও সাবেক বন্ড তারকা পিয়ার্স ব্রসনানের সঙ্গে বসে তিনি বলেন, “আমি ভীষণ নারীবাদী। কিন্তু জেমস বন্ডকে নারী হিসেবে ভাবা যায় না। এটা একেবারেই কাজ করবে না। জেমস বন্ড মানেই জেমস বন্ড, না হলে সেটা অন্য কিছু হয়ে যাবে।”

পাশে থাকা পিয়ার্স ব্রসনানও মিরেনের সঙ্গে একমত হন। তিনি বলেন,“আমি পরের জনকে (জেমস বন্ড) শুভেচ্ছা জানাই। আমি দারুণ রোমাঞ্চিত, দেখতে চাই নতুন একজন পুরুষ কীভাবে এই চরিত্রে আসবেন এবং একে নতুন উদ্যম ও জীবন দেবেন। আমি জেমস বন্ডের জগতকে ভালোবাসি, এটি আমাকে অনেক কিছু দিয়েছে। এখন আমি কেবল দর্শক, বসে আছি আর বলছি—‘দেখাও, এবার কী করতে যাচ্ছো।’”

এদিকে এমজিএম ও অ্যামাজন যৌথভাবে প্রথম বন্ড মুভি বানানোর প্রস্তুতি নিচ্ছে। এ বছরের শুরুর দিকে প্রায় এক বিলিয়ন ডলারে বারবারা ব্রকলি ও মাইকেল জি. উইলসনের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজিটির অধিকার কিনে নিয়েছে তারা। নতুন সিনেমাটি পরিচালনা করবেন ডেনি ভিলেনেভ এবং চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত স্টিভেন নাইট।

নাইট বিবিসিকে বলেন,“আমি বহু বছর ধরে বন্ড ভক্ত। তাই আশা করি এই চরিত্র আমার ভেতরে মিশে যাবে এবং আমি এমন কিছু তৈরি করতে পারব, যা একই সঙ্গে পুরোনো ঢঙের আবার নতুনও, আরও ভালো, আরও শক্তিশালী, আরও সাহসী।”

এখন প্রশ্ন, ড্যানিয়েল ক্রেগের পর কে হবেন পরবর্তী ০০৭? আলোচনায় আছেন অ্যারন টেইলর-জনসন, জ্যাকব এলোরডি, টম হল্যান্ড ও হ্যারিস ডিকিনসন। তবে অনেকেই মনে করেন, নারী অভিনেত্রীর জন্যও এই চরিত্র খোলা থাকা উচিত!

কিন্তু হেলেন মিরেনই একমাত্র নন, যিনি বন্ডকে নারী হিসেবে কল্পনা করা নিয়ে আপত্তি জানিয়েছেন। ‘ডাই অ্যানাদার ডে’ ছবিতে বন্ড-গার্ল চরিত্রে অভিনয় করা হ্যালি বেরি কানের চলচ্চিত্র উৎসবে বলেন, “২০২৫ সালে এসে বলা ভালো যে, ‘আহা, জেমস বন্ড এবার নারী হোক।’ কিন্তু সত্যি বলতে, আমি জানি না এটা ঠিক কাজ হবে কি না।” – হলিউড রিপোর্টার

Lading . . .