Advertisement

বৈশাখীতে ‘গিট্টু’ শুরু আজ থেকে

মানবজমিন

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

24obnd

আজ রাত ৯.২০ মিনিট থেকে একঝাঁক তারকা নিয়ে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন কমেডি ধারাবাহিক ‘গিট্টু’। আজ থেকে সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিকটি প্রচার হবে। সুস্ময় সুমনের রচনা ও রুমান রুনির পরিচালনায় পরিবেশিত হবে নাটকটি। সুস্ময় সুমন নাটকের কাহিনী সম্পর্কে বলেন, খন্দকার এবং মির্জা পরিবারের প্রধানরা একসময় বন্ধু ছিল। একসঙ্গে ব্যবসা করতে গিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়, যেটাকে নাটকের ভাষায় বলতে গেলে গিট্টু লাগে। সেই গিট্টু আর খোলে না। এখন দুই পরিবারের কেউ কাউকে দেখতে পারে না। খন্দকারের মেয়ে মিতা আর মির্জার ছেলে রাতুল একে অপরকে দেখতে পারে না। কিন্তু কারা যেন দেয়ালে রাতুল+মিতা লিখে রাখে। এটা দেখে লাঠিসোটা নিয়ে মিতা রাতুলকে আক্রমণ করতে যায়। কিন্তু রাতুলকে না পেয়ে মিতা তার চামচাদের মেরে আসে। আসলে মির্জা এবং খন্দকার পরিবারকে মিলিত করতে চায় মিতা ও রাতুল। তারা দু’জন দু’জনকে ভালোবাসে। কিন্তু পরিবারকে দেখানোর জন্য তারা শত্রু হিসেবে নানা রকম কর্মকাণ্ড করতে থাকে। প্রসঙ্গত, নাটকটিতে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, মাহমুদুল ইসলাম মিঠু, সেমন্তী সৌমি, সাদ্দাম মাল, হোসাইন নীরব, পরিচালক রুমান রুনিসহ আরও অনেকে।

আরও পড়ুন

Lading . . .