জীবনের সবচেয়ে পবিত্র দিক যৌনতা : তামান্না ভাটিয়া
প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫

ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া পর্দায় যেমন রূপে ও অভিনয়ে ভক্তদের মুগ্ধ করেন, তেমনি ব্যক্তিগত জীবনেও স্পষ্টবাদী মনোভাবের জন্য পরিচিত। ‘আজ কি রাত’ গানে তাঁর নাচ অনুরাগীদের কাছে তাঁকে স্বপ্নসুন্দরীর আসনে বসিয়েছে।
তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি আলোচনা করেছেন এমন এক বিষয় নিয়ে, যা নিয়ে খোলামেলা কথা বলতে অনেকেই দ্বিধা করেন।
তামান্নার বলেন, পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়ই আজ নোংরা দৃষ্টিতে দেখা হয়। তিনি বলেন, যখন মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন এক অদ্ভুত কৌশল নেয়, আপনাকে লজ্জিত ও দোষী বোধ করানোর চেষ্টা। তারা চায় আপনি নিজের কাজ নিয়ে অপরাধবোধে ভুগুন।
আরো পড়ুন : অভিনয় থেকে সরে দাঁড়ালেন দীপিকা!
অভিনেত্রীর মতে, নিজের কাজের জন্য লজ্জিত হওয়া সবচেয়ে বড় ভুল। যৌনতা নিয়ে বলতে গিয়ে তামান্না যোগ করেন, যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত বোধ করাতে পারবে, তখনই আপনি তার নিয়ন্ত্রণে চলে যাবেন। আশ্চর্যের বিষয়, জীবনের সবচেয়ে পবিত্র দিক যৌনতা। এটা নিয়ে আমরা লজ্জা অনুভব করি, কারণ আমাদের এভাবেই ভাবতে শেখানো হয়েছে। অথচ এটি জীবনের অবিচ্ছেদ্য অংশ, যার জন্যই আজ আমরা এই পৃথিবীতে আছি।
উল্লেখ্য, গত বছর ‘আজ কি রাত’ গান প্রকাশের পর তামান্না ব্যাপক প্রশংসা পান, বিশেষত নারীদের কাছ থেকে। অনেকেই তাঁকে কুর্নিশ জানিয়েছেন একটু ভরাট চেহারা নিয়েও আত্মবিশ্বাসী হয়ে স্ক্রিনে আসার জন্য। যদিও তামান্না মনে করেন, সে সময় তিনি যথেষ্ট স্লিমই ছিলেন।