Advertisement

রাফীর হরর সিনেমায় নিধির নতুন চ্যালেঞ্জ

চ্যানেল আই

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

এদিকে নতুন খবর হলো, ‘আন্ধার’-এর ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) করতে যাচ্ছেন আরাফাত মহসিন নিধি, যিনি এর আগে রাফীর তুফান,তাণ্ডব-এর মিউজিক দিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

নিধি জানান, ‘আন্ধার’ প্রজেক্টটি অনেক ইন্টারেস্টিং। এটি হরর জনরার ছবি, যা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। হরর সিনেমার মিউজিকের মাধ্যমে দর্শককে গল্পের টেনশন ও ভয়ের অনুভূতি দিতে চাই।

‘তাণ্ডব’-এর আগে ‘বরবাদ’ সিনেমায় দারুণ প্রশংসিত হয়েছে নিধির বিজিএম। অ্যাকশনধর্মী সিনেমাতে বিজিএম করার পর হরর জনরাতেও নিজের সক্ষমতার প্রমাণ রাখতে মরিয়া নিধি।

তিন বলেন,যেহেতু হরর জনরার মিউজিক করতে হবে, রাতের বেলা স্টুডিওতে কাজ করতে একটু ভয় লাগতেও পারে!বিশ্বব্যাপী হরর ছবির সাউন্ড ডিজাইন এবং আমাদের স্থানীয় মিথ ও গল্পের অভিজ্ঞতা দিয়ে ‘আন্ধার’-এর মিউজিক স্কোর করবো। এটি আমার জন্য নতুন এক চ্যালেঞ্জ।

নিধি রাফীর সঙ্গে আগের ছবিগুলোতে কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করেন এবং বলেন, “দামাল, সুড়ঙ্গ, তুফান ও তাণ্ডবে আমরা একসঙ্গে কাজ করেছি। রাফীর সঙ্গে বোঝাপড়া আছে। এবার হরর জনরার নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে চাই।”

এর পাশাপাশি নিধি শাকিব খান অভিনীত একটি আসন্ন রোজার ঈদের ছবিতেও ব্যাকগ্রাউন্ড স্কোর করবেন। নির্মাতা ও প্রযোজকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

‘আন্ধার’-এর গল্প তৈরি করেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। শুটিং আগামী মাসে শুরু হওয়ার কথা। পরিকল্পনা অনুযায়ী, দুই ঈদ ছাড়া মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে।

Lading . . .