বাণিজ্য

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের একটি বেসরকারি টেলিভিশনের স্টুডিওতে বিশেষ চাহিদাসম্পন্ন ১৬ তরুণ-তরুণীর প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়ছবি: এসএমই ফাউন্ডেশনের সৌজন্যে

বিশেষ চাহিদাসম্পন্ন ১৬ তরুণ–তরুণীকে গয়না বানানো শেখাল এসএমই ফাউন্ডেশন

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় এসএমই ফাউন্ডেশন। এ জন্য প্রথমবারের মতো ১৬ জন এমন তরুণ-তরুণীকে গয়না বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ-তরুণী ও তাঁদের অভিভাবকদের গয়নাশিল্পের উপকরণ, সরঞ্জাম চেনা, সহজ নকশার কানের দুল, মালা ও চুড়ি তৈরি, রঙের ব্যবহার এবং সাজানোর কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। তুলনামূলক সহজ হওয়ায় প্রাথমিকভাবে বিডিং ও আপ-সাইকেল পদ্ধতিতে গয়না তৈরির প্রশিক্ষণও দেওয়া হয়।
২০ আগস্ট, ২০২৫
আমাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
google-playapp-store
স্বত্ব © 24ONBD 2025