Advertisement

মেসির পেনাল্টি মিসে ভেঙে পড়ল মায়ামি

ডেইলি স্টার

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

শুরুতেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেলেন লিওনেল মেসি। কিন্তু পেনাল্টি মিস যেন ইন্টার মায়ামির পুরো ম্যাচটাই বদলে দিল। নিয়মিত স্ট্রাইকার লুইস সুয়ারেসকে ছাড়া মায়ামি শুরুতে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত ভেঙে পড়ে। শার্লট এফসির কাছে ৩–০ ব্যবধানে হেরে টানা দ্বিতীয়বার বিব্রতকর পরাজয়ের স্বাদ নিতে হলো তাদের।

ম্যাচের শুরু থেকেই শার্লটের ডিফেন্সে চাপ তৈরি করতে থাকে মায়ামি। ষষ্ঠ মিনিটেই জর্দি আলবার শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক ক্রিস্টিজান কাহলিনা। ধারাবাহিক আক্রমণের পর ৩১তম মিনিটে সিজনের প্রথম এমএলএস পেনাল্টি পায় মায়ামি। সুয়ারেজ নিষিদ্ধ থাকায় মেসিই দায়িত্ব নেন স্পটকিক নেওয়ার। কিন্তু ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা যে পানেঙ্কা নিতে চাইলেন, তা সহজেই ধরে ফেলেন কাহলিনা।

মেসির সেই ব্যর্থতার কয়েক সেকেন্ডের মধ্যেই পাল্টা আক্রমণে এগিয়ে যায় শার্লট। দুরন্ত এক কাউন্টার অ্যাটাকে ইসরায়েলি ফরোয়ার্ড ইদান টোক্লোমাতি বল জালে জড়িয়ে দেন। গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণও চলে যায় শার্লটের হাতে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও দেখা মেলে উইলফ্রিড জাহার গতি ও কৌশলের। ডান দিক দিয়ে মায়ামির ডিফেন্স ভেদ করে তিনি নিখুঁত পাস বাড়ান টোক্লোমাতিকে, যিনি দ্বিতীয়বারের মতো বল জালে পাঠান। ৮৪তম মিনিটে ডি-বক্সে সার্জিও বুসকেতস ফাউল করলে পেনাল্টি পায় শার্লট। সেটি নিতে পারতেন জাহা, কিন্তু তিনি উদারভাবে বল তুলে দেন টোক্লোমাতির হাতে। আর সেখানেই আসে তার প্রথম এমএলএস হ্যাটট্রিক।

এই জয়ে শার্লট এফসি টানা নবমবারের মতো লিগে জয় তুলে নিল, যা এমএলএস ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ড স্পর্শ করেছে। অপরদিকে, শেষ চার ম্যাচে তিনটিতে জয়হীন থেকে একপ্রকার দিশাহীন অবস্থায় পড়েছে মায়ামি।

Lading . . .