দেশের বাজারে সিটিজেনের তৈরি পস, বারকোড ও লেবেল প্রিন্টার
প্রকাশ: ৩০ জুন, ২০২৫

দেশের বাজারে জাপানের সিটিজেন ব্র্যান্ডের পস (পয়েন্ট অব সেল), বারকোড ও লেবেল প্রিন্টার এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সিটিজেন সিটি–ডি১৫০ ও সিটিজেন সিএলই–৩২১ মডেলের দুটি প্রিন্টার বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে জানানো হয়, সিটিজেন সিটি–ডি১৫০ মডেলের থার্মাল পস প্রিন্টারটি প্রতি সেকেন্ডে ২৫০ মিমি পর্যন্ত প্রিন্ট করতে পারে। ২০৩ ডিপিআই রেজল্যুশনে প্রিন্ট করায় স্পষ্ট রিসিট প্রিন্ট করা যায় প্রিন্টারটিতে। সহজ ড্রপ–ইন, পেপার লোডিং, ইউএসবি ও সিরিয়াল সংযোগ সুবিধার কারণে প্রিন্টারটি যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠান ও রেস্তোরাঁয় স্বচ্ছন্দে ব্যবহার করা যায়। প্রিন্টারটির সামনে একটি এলইডি ইন্ডিকেটর থাকায় সহজেই প্রিন্টারে থাকা কাগজের পরিমাণ দেখার পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান করা যায়।
সিটিজেন সিএলই–৩২১ মডেলের বারকোড লেবেল প্রিন্টারটি মূলত ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, লজিস্টিক প্রতিষ্ঠান ও ব্র্যান্ড শপে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ২০৩ ডিপিআই রেজল্যুশনের প্রিন্টারটি প্রতি সেকেন্ডে ৮ ইঞ্চি পর্যন্ত প্রিন্ট করতে পারে। প্রিন্টারটিতে অটো সুইচিং প্রযুক্তি থাকায় সহজেই বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। মডেলভেদে প্রিন্টারগুলোর দাম ধরা হয়েছে যথাক্রমে ১৫ হাজার টাকা ও ৩০ হাজার টাকা।
অনুষ্ঠানে সিটিজেন সিস্টেমস জাপান লিমিটেডের প্রিন্টার সেলস বিভাগের কর্মকর্তা ইয়োহেই কোয়ামা ও কারিগরি সমর্থন বিভাগের কর্মকর্তা সাতোরু হিগুয়েছি, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চ্যানেল সেলস বিভাগের পরিচালক মুজাহিদ আল বেরুনী, সিটিজেন পণ্য ব্যবস্থাপক আবু সোলায়মান ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।